Pension Scheme

Pension Scheme: বুড়ো বয়সে থাকুন টেনশন ফ্রি, সরকারের এই স্কিমে প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ দেশের কৃষকদের কথা মাথায় রেখে একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে মোদি সরকার। কৃষকেরা যাতে বুড়ো বয়সে পেনশন পান(Pension Scheme) এই স্কিমে সেই ব্যবস্থাই করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে প্রবীণ কৃষকেরা প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কারা এই সুবিধা পাবেন? এই সরকারি স্কিমে কি বিশেষ সুবিধা রয়েছে?

কারা পাবেন প্রত্যেক মাসে ৩ হাজার টাকা?
২০১৯ সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা(PM Kisan Maandhan Yojana) নিয়ে আসে। দেশের ক্ষুদ্র এবং প্রবীণ কৃষকদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের জন্যই এই প্রকল্প শুরু করা হয়। এক্ষেত্রে ৬০ বছর বয়সী বা তার বেশি বয়সের কৃষকদের প্রত্যেক মাসে ন্যূনতম ৩ হাজার টাকা পেনশন দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়া কোন কৃষকের মৃত্যু হলে তার স্ত্রী পারিবারিক পেনশন হিসেবে ওই পেনশনের ৫০ শতাংশ পাবেন। এই পেনশন স্কিমটি ১৮ থেকে ৪০ বছর বয়সে ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

কিভাবে এই স্কিমের সুবিধা নিতে হবে? এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে। আর তাই মাঝ বয়সে এসে প্রত্যেক মাসে ১০০ টাকা করে কৃষকদের রাখতে হবে। কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বীমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করছে।

আরও পড়ুন: Central Government: মোদী সরকারের নতুন ট্রিকস, এবার প্রায় ৯৫ লাখ পরিবারের ১ জন সদস্য পাবেন ২ লাখ টাকা!

কিভাবে করবেন আবেদন? জানুন পদ্ধতি-
১) এক্ষেত্রে প্রথমে কৃষকদের কাছের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে।
২) এরপর পূর্ব শর্তগুলোর মধ্যে একটি আধার কার্ড এবং IFSC কোডসহ সেভিংস ব্যাংক একাউন্ট নম্বর রয়েছে।
৩) তারপরে উদ্যোক্তা আধার নম্বর, গ্রাহকের নাম এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য যাচাই করবেন।
৪) এরপর গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। যার মধ্যে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা সম্পূর্ণ দিতে হবে।
৫) এক্ষেত্রে এই সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমান গণনা করে বলে দেওয়া হবে।
৬) গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশনের পরিমাণ জমা দেবে।
৭) আর এরপরে একটি আপনার নাম সহ অটো ডেবিট ম্যানডেড ফ্রম প্রিন্ট হবে। এক্ষেত্রে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য VLE স্ক্যান করা হয়।
৮) সবশেষে একটি অনন্য কিষান পেনশন অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন এবং এর সাথে একটি প্রিন্টেড কিষাণ কার্ড পাবেন।

Avatar

Papiya Paul

X