PM Mudra Loan upto Rs 20 lakh for who are willing to start business

বেকারদের জন্য দারুণ সুখবর! বিনা সুদেই ২০ লক্ষ লোন দেবে সরকার, ঝটপট দেখুন আবেদন পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ দেশের মানুষের নানাবিধ সুবিধার জন্য সরকার একগুচ্ছ প্রকল্প (Government Scheme) গ্রহণ করেছে। শিক্ষা , স্বাস্থ্য, ব্যবসা, সব দিকেই সরকার মানুষের সুযোগের দিশা দেখাচ্ছে। তবে এদেশের যুব সমাজের জন্য চলা করা এক প্রকল্প হল প্রধানমন্ত্রী পিএম মুদ্রা যোজনা (PM Mudra Yojana)। এবারের বাজেটে সেই দিকেই নজর দিল মোদী সরকার।

ভারতের সবথেকে বড় সমস্যা হল বেকারত্ব। দিনে দিনে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এই পরিস্থিতিতে তৃতীয় মোদী সরকার বাজেট পেশেই বেকার যুবকদের কথা চিন্তা করে নিলেন বড় উদ্যোগ। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ পিএম মুদ্রা যোজনায় এক বিরাট ঘোষণা করলেন।

পিএম মুদ্রা যোজনা কি সুবিধা মিলবে?

২০১৫-য় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করে নরেন্দ্র মোদী সরকার। নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হলে টাকা, সোনা বা কোনও সম্পত্তি (জমির দলিল, বাড়ি, ফ্ল্যাট) জমা রাখতে হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা হল, কোনও কিছু জামানত না রেখেই এতে লোন নিতে পারবেন যুবক-যুবতীরা। এতদিন এই স্কিমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা লোন দিত সরকার। বাজেটে যা বাড়িয়ে দ্বিগুণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে এবার থেকে এই স্কিমে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন যুবক-যুবতীরা।

Business Idea

কারা পাবেন এই সুবিধা?

এই স্কিমে কৃষি ও কর্পোরেট ব্যবসার জন্য ঋণ দেবে না সরকার। এর মাধ্যমে ব্যবসা শুরু করতে চলা বেকার যুবক-যুবতীরা পাবেন লোন। আবার টাকার অভাবে যাঁরা ছোট ব্যবসার পরিধি বাড়াতে পারছেন না, তাঁরাও স্কিমের মাধ্যমে পাবেন আর্থিক সুযোগ-সুবিধা। এর ৩টি ক্যাটেগরি রয়েছে। সেগুলি হল, শিশু লোন, কিশোর লোন এবং তরুণ লোন। এর মধ্যে প্রথমটিতে ঋণ বাবদ দেওয়া হয় ৫০ হাজার টাকা। দ্বিতীয় ক্যাটেগরির কিশোর লোনের অংক ৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। আর ১০ লক্ষ টাকা মেলে তরুণ লোনে। বাজেটে তরুণ লোনের পরিমাণ বাড়ানো হল।

আরও পড়ুনঃ এক-দু হাজার নয় এবার প্রতিমাসে মিলবে ৫০০০ টাকা! বাজেটে পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা সরকারের

মুদ্রা যোজনার দ্বিতীয় সুবিধা হল, এতে গ্রাহককে কোনও সুদ দিতে হবে না। মুদ্রা কার্ডের মাধ্যমে তিনি যে পরিমাণ টাকা তুলবেন এবং খরচ করবেন, কেবলমাত্র সেই অংকের উপরেও নেওয়া হবে সুদ। অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও সংশ্লিষ্ট স্কিমটিতে রয়েছে ঋণ পাওয়ার সুবিধা। এছাড়াও, এই স্কিমে লোন নেওয়ার ক্ষেত্রে নেই কোনও প্রসেসিং ফি। স্কিমে এক বছর থেকে শুরু করে ৫ বছরের মধ্যে লোনটি শোধ করার কথা বলা হয়েছে। যদি কেউ ৫ বছরের মধ্যে ঋণ টাকা মিটিয়ে দিতে না পারেন, তা হলে আরও ৫ বছর সময় পাবেন তিনি।

কিভাবে আবেদন করবেন ?

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লোনের জন্য আবেদন করতে হলে এর অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। তা হল, mudra.org.in। ওয়েবসাইটটির হোমপেজে মিলবে ঋণের ৩টে ক্যাটেগরি। যার মধ্যে থেকে আবেদনকারীকে একটি বেছে নিতে হবে। তিনি যে অপশানটি বেছে নেবেন, সেখানে ক্লিক করলেই খুলে যাবে আবেদনের ফর্ম। যা ডাউনলোড করতে হবে তাঁকে।

এর পর প্রার্থীকে ওই আবেদনপত্রটিকে মন দিয়ে পূরণ করতে হবে। পাশাপাশি লাগবে আধার কার্ড, প্য়ান কার্ড, বাড়ির ঠিকানা ও ব্য়বসার অফিস/দোকানের ঠিকানার প্রমাণপত্র, আয়কর রিটার্নের নথি, সেলফ ট্যাক্স রিটার্নের নথির ফোটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। সবশেষে সমস্ত নথির ফোটোকপি ও ছবি-সহ আবেদনপত্র বাড়ির কাছের ব্যাঙ্কে জমা করবেন ইচ্ছুক প্রার্থী। যার এক মাসের মধ্যে সমস্ত নথি যাচাই করে লোন দেবে ব্যাঙ্ক।

Avatar

Koushik Dutta

X