PM Narendra Modi inaugarates Pradhan Mantri Bhartiya Jan Aushadhi Kendras at different Railway stations to ensure affordable medicine for everyone

প্রতি মাসে বাঁচবে কয়েক হাজার, স্টেশনেই মিলবে ন্যায্য দামের ওষুধ, বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর

পার্থ মান্নাঃ প্রতিনিয়োগ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। একইসাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। এমতাবস্থায় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দিতে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলিয়েছেন গোটা দেশে। প্রধান মন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বাজারে তুলনায় অর্ধেকেরও কম দামে ওষুধ কিনতে পারেন। এবার সেই প্রকল্পকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন প্রধানমন্ত্রী।

বিহার থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আজ ১৩ই নভেম্বর প্রধানমন্ত্রী বিহারে ১৭৪০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের শিলান্যাস করেছেন। যার দরুন বিহারের ঔরঙ্গাবাদ জেলার চিরালাপথু থেকে বাঘা বিষ্ণুপুর পর্যন্ত বাইপাস লাইন তৈরী করা হবে। এর জন্য ২২০ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। এই নতুন রেলপথ চালু হলে ঝাঝরপুর-লৌকহা বাজার রুটে নতুন মেমু ট্রেন পরিষেবা চালু হবে। ফলে শিক্ষার্থী, চাকুরিজীবী থেকেই চিকিৎসা পাওয়া আরও সহজ হবে। একইসাথে এই প্রকল্প বিহারের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

ট্রেন স্টেশনে থাকবে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র

একইসাথে এদিন দেশের একাধিক রেল স্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র (PMBJP) উদ্বোধন করেছেন। প্রতিদিন লক্ষাধিক মানুষেরা যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করেন। এবার থেকে তারা স্টেশনেই কম দামে নিজেদের প্রয়োজনীয় ওষুধ কিনে নিতে পারবেন। এর ফলে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি থেকে কিছুটা হলেও রেহাই পাবে জনগণ।

জন ঔষধি কেন্দ্রের সুবিধা

  • সাশ্রয়ী মূল্যে ওষুধ: PM Jan Aushadhi Kendra-তে প্রাপ্ত ওষুধের দাম ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০% থেকে ৯০% কম। এর ফলে যাত্রী ও স্থানীয় মানুষের ওষুধের জন্য হওয়া খরচ অনেকটাই কমে যাবে।
  • এমার্জেন্সিতে দ্রুত সাহায্য : যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাত্রীরা সহজেই কাছাকাছি PM Jan Aushadhi Kendra থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন। এর ফলে ছোটখাটো মেডিকেল এমার্জেন্সি সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
  • ন্যায্যমূল্যের ওষুধের সহজলভ্যতা: PMBJP-এর মাধ্যমে সরকার সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই গরিব মধ্যবিত্ত সকলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X