নরেন্দ্র মোদি,Narendra Modi,উদ্বোধন,Inaugurates,ইএমইউ ট্রেন,EMU Train,বারাসাত,Barasat,দীঘা,Digha,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Digha: হুস করেই দীঘা থেকে বারাসত! প্রধানমন্ত্রীর এই উদ্যোগে এবার আরো কাছে সৈকত শহর

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফলাইন। দেশের প্রতিটি প্রান্তে শিরা-ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল পরিষেবা। ভ্রমণপিপাসু যাত্রীরা তো বটেই রোজকার অফিস যাত্রীরাও ভারতীয় রেলের উপরে নির্ভরশীল। তাই রেল পরিষেবা বন্ধ হলে কি অবস্থা হতে পারে তা আজ থেকে চার বছর আগে করোনা মহামারির সময় স্বচক্ষে দেখেছে গোটা দেশ।

ভারতীয় রেল আমাদের দেশের বৃহত্তম গণপরিবহন মাধ্যম। প্রতিদিন এই ট্রেনে চেপেই সফর করে থাকেন লক্ষ লক্ষ যাত্রী। তাই কাছে হোক কিংবা দূরে যেকোনো সফরের জন্য যাত্রীরা চোখ বুজে ভরসা করতে পারেন ভারতীয় রেলের উপর। খুব কম খরচে, দ্রুত সফরের জন্য ভারতীয় রেল সকলেরই প্রথম এবং একমাত্র পছন্দ।

তাই যাত্রীদের সফর আরও উন্নত এবং আরামদায়ক করে তুলতে বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ চলছে। এবার বাংলার পর্যটনকে এক নতুন দিশা দিতেই বারাসাত (Barasat) থেকে দীঘা (Digha) পর্যন্ত চালু করা হল এক নতুন ইএমইউ ট্রেন (EMU Train)। 

 

নরেন্দ্র মোদি,Narendra Modi,উদ্বোধন,Inaugurates,ইএমইউ ট্রেন,EMU Train,বারাসাত,Barasat,দীঘা,Digha,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আজ অর্থাৎ ৬ মার্চ বুধবার বারাসাত থেকে দীঘার মধ্যে ইএমইউ পরিষেবার সূচনা করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা সফরে এসে এদিন রাজ্যের মানুষদের বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সমুদ্র ভ্রমণকে আরো বেশি সুবিধাজনক করে তুলতেই এই পরিষেবা চালু করলেন ‘নমো’।

আরও পড়ুন: কাঁচের মত স্বচ্ছ রাস্তা, জানেন ভারতের সবথেকে পরিষ্কার শহর কোনটি? বাংলার স্থান কত’তে?

জানা যাচ্ছে, বারাসাত থেকে এই ট্রেনটি ভোর সওয়া পাঁচটা নাগাদ ছাড়বে যা দীঘায় গিয়ে পৌঁছাবে বেলা সাড়ে ১১ টার সময়। অন্যদিকে আবার দীঘার থেকে দুপুর দেড়টার সময় এই ট্রেনটি রওনা দেবে যা  বারাসত স্টেশনে ঢুকবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

Digha

 

এছাড়াও  বারাসত-পাঁশকুড়ার মাঝেও  একটি ইএমইউ পরিষেবা চালু হচ্ছে। পাঁশকুড়ার থেকে এই ট্রেনটি ৪.২০ মিনিটে ছাড়বে আর বারাসত পৌঁছবে সকাল সাড়ে আটটার সময়। এই ট্রেনটি বারাসাত থেকে বিকেল সাড়ে পাঁচটায় ছাড়বে যা আবার পাঁশকুড়ায় পৌঁছবে রাত দশটায়।

জানা যাচ্ছে এই ট্রেন দুটি চলবে দমদম-ডানকুনি-সাতরাগাছি হয়ে। ফলে বর্ধমান কর্ড ও মেন শাখার যাত্রীরাও এবার দিঘা যাওয়ার জন্য বিশেষ সুবিধা পেতে চলেছেন।

Avatar

anita

X