Government

Government: এবার কমবে বিদ্যুতের খরচ, বাড়িতে বসবে সোলার প্যানেল, এই নতুন প্রকল্পের সুবিধা কারা পাবেন?

নিউজশর্ট ডেস্কঃ দেশের গরীব ও মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে সরকারের(Central Government) তরফ থেকে নানা রকমের প্রকল্পের কথা ঘোষণা করা হয়। আর এই সমস্ত প্রকল্পগুলোতে ভীষণ উপকৃত হন দেশের নিম্ন শ্রেণীর মানুষেরা। আর এবার অযোধ্যায় রামললালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরে এসেই নতুন একটি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)।

আর নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা'(PM Suryodaya Yojana)। আর এদিন সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যার এই শুভদিনে দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা আরও শক্তিশালী হলো। এবার দেশের প্রতিটি ঘরে সোলার রুফ হওয়া উচিত।

তিনি আরো লিখেছেন যে অযোধ্যা থেকে ফিরে এই সিদ্ধান্ত নিয়েছি সরকার চালু করবে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’। এই প্রকল্পের আওতায় দেশের ১ কোটি মানুষের ছাদে বসানো হবে সোলার রুফটপ। এই প্রকল্প কার্যকর হলে দেশের গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বিদ্যুৎ বিল কম আসার পাশাপাশি দেশ বিদ্যুতের ব্যাপারে আরো অনেক বেশি স্বাবলম্বী হবে।

আরও পড়ুন: Pension Scheme: বুড়ো বয়সে থাকুন টেনশন ফ্রি, সরকারের এই স্কিমে প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা!

চলুন তাহলে এই সূর্যোদয় যোজনা কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রীর পরিকল্পনামত এই প্রকল্পে দেশের মধ্যবিত্ত ও গরিব মানুষের ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেই প্যানেলের সোলাপ ফটোভোল্টির সেল থেকে তারা বাড়িতে সৌর বিদ্যুৎ পেয়ে যাবেন। এতে বিদ্যুৎ বিল কম আসার পাশাপাশি দেশ বিদ্যুতের ক্ষেত্রে অনেক বেশি স্বাবলম্বী হবে।

এই প্রকল্পের আওতায় যে সোনার প্যানেল বসানো হবে।  সেখান থেকে বিদ্যুৎ এসে জমা হবে পাওয়ার সাপ্লাই ইউনিটে, সেই বিদ্যুৎ ব্যবহার করলে প্রথাগত বিদ্যুতের খরচ অনেকটাই কমবে। তবে এই ইউনিট বসাতে এককালীন বেশি মোটা টাকা খরচ হলেও এটি রক্ষণাবেক্ষণের জন্য খরচ অনেক কম হয়। ফলে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে এটি অনেক উপকারে আসবে। সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী সোলার প্যানেল বসানোর জন্য ইতিমধ্যেই দেশজুড়ে প্রচারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

Papiya Paul

X