PM-WANI Scheme

PM-WANI Scheme: বিনামূল্যে মিলবে WI-FI পরিষেবা! মোদী সরকারের দারুন স্কিম, কিভাবে মিলবে সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক(PM-WANI) ইন্টারফেস চালু করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে সারা দেশে সব জায়গাতে ফ্রি-তে Wi Fi সুবিধা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল- ডিজিটাল ইন্ডিয়া মিশনকে আরো অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে ইন্টারনেট এক্সেস যাতে করতে পারে।

এই প্রকল্পের কি কি সুবিধা আছে ?
এই প্রকল্পের বিভিন্ন রকমের সুবিধা রয়েছে। নিম্নে সেই সুবিধাগুলো সম্পর্কে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

১) বিনামূল্যে ইন্টারনেট: এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ পাবলিক প্লেস যেমন- রেলস্টেশন, বাসস্ট্যান্ড, মেট্রো স্টেশন, হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক এবং সরকারি অফিসগুলোতে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

২) হাইস্পিড ডেটা: PM-WANI এই প্রকল্প হাইস্পিড ইন্টারনেট সরবরাহ করবে। ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, এবং অনলাইন গেমিং সমস্ত কিছুই কোনরকমের বাধা ছাড়াই ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

৩) সমস্ত তথ্য নিরাপদ থাকবে: এই প্রকল্প একেবারেই নিরাপদ ওয়াইফাই নেটওয়ার্ক দেবে। যার ফলে গ্রাহকদের সমস্ত তথ্য নিরাপদে রাখতে সাহায্য করবে।

Recharge Plan

আরও পড়ুন: Strawberry Farming: চাকরির চিন্তা ভুলে শুরু করুন স্ট্রবেরির চাষ, অল্প দিনেই ইনকাম হবে মুঠো মুঠো টাকা

এটি ব্যবহার কিভাবে করতে হবে?
এক্ষেত্রে প্রথমে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপে ওয়াইফাই সেটিংস অপশন ওপেন করে ‘PM WANI’ নামে ওয়াইফাই নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। এরপর আপনার কাছে একটি ওটিপি যাবে। যেখানে আপনাকে অনুমতি গ্রহণের জন্য লিখতে হবে। এরপর অনুমতি পেলেই আপনি ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

বিস্তারিত তথ্য জানুন:
আপনি PM-WANI এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://pmwani.gov.in/ থেকে বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন। এছাড়া এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য 1800-266-6666 নম্বরে কল করতে পারবেন।

Avatar

Papiya Paul

X