নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সাধারণ মানুষের জন্য নানারকমে প্রকল্প নিয়ে আসা হয়েছে। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা(Pradhan Mantri Awas Yojana)। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনি যদি বাড়ি তৈরি করতে চান এবং আপনার যদি কোন স্থায়ী বাড়ি না থেকে থাকে তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই যারা এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন তাদের অনেকেই টাকা পেতে শুরু করেছেন। চলুন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কি কি সুবিধা রয়েছে সেগুলো একবার জেনে নেওয়া যাক।
১) এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।
২) বিভিন্ন কিস্তিতে আবেদনকারীর ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে। এই টাকা সরাসরি DBT-র মাধ্যমে আবেদনকারীদের একাউন্টে পাঠানো হবে।
৩) এই আবাস যোজনার আওতায় ২৭০ বর্গফুট পর্যন্ত বাড়ি তৈরি করা যাবে।
৪) ঘরের পাশাপাশি শৌচাগার তৈরির জন্য আলাদা করে টাকা দেওয়া হবে।
৫) এই যোজনাতে মহিলাদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে।
আরেকটি বিষয়ে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ গ্রামাঞ্চলের জন্য এবং দ্বিতীয় ভাগ শহরাঞ্চলের জন্য।
আরও পড়ুন: Summer Holiday: এগিয়ে এল গরমের ছুটি! কবে থেকে শুরু ছুটি? যা জানালো রাজ্য সরকার
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা: এক্ষেত্রে ২৫ বর্গমিটার পর্যন্ত ঘর তৈরি করা হবে। যার মধ্যে রান্নাঘর থাকবে। এই প্রকল্পের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে এবং পাহাড়ি এলাকার গ্রামবাসীদের ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শহরে আবাস যোজনা: এক্ষেত্রে শহরাঞ্চলের আবেদনকারীকে বাড়ি তৈরি করার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে।
কি যোগ্যতা লাগবে?
১) যাদের কোন স্থায়ী বাড়ি নেই তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
২) ভারত সরকার বা রাজ্য সরকারের কোন আবাসন প্রকল্পের সুবিধার নিলে আর এই সুবিধা গ্রহণ করা যাবে না।
৩) আবেদনকারীর পরিবারের কোন সদস্য সরকারি চাকরি পেলে এই প্রকল্প নিতে পারবে না।
৪) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
৫) এক্ষেত্রে আবেদনকারীর যদি নির্মিত বাড়ি না থাকে তাহলে সরকার বাড়ি বানিয়ে নেবে।
কি কি নথি লাগবে?
আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আবাসিক শংসাপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক একাউন্ট নম্বর।