PMEGP Scheme will provide loan upto Rs 10 Lakh to empower the youth for business

আধার কার্ড থাকলেই মিলবে ১০ লাখের লোন! কিভাবে করবেন আবেদন? দেখুন পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ দেশের যুব সমাজকে স্বনির্ভর ও আয়ের পথ খুঁজে দিতে বদ্ধ পরিকর ভারত সরকার। ইতিমধ্যেই একাধিক প্রকল্প রয়েছে যার মাধ্যমে ফ্রীতে ট্রেনিং দেওয়া হয়। তবে যদি কেউ নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাহলে সহজেই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন যোজনা শুরু করা হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আধার কার্ড থাকলেই এই লোনের জন্য আবেদন করা যেতে পারে। কিভাবে কি করতে হবে? বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

PMEGP প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার

দেশের যুবক -যুবতীরা যাতে নিজেদের কোনো ব্যবসা শুরু করে উপার্জন করতে পারে তার জন্যই PMEGP লোন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে আধার কার্ডের দ্বারা লোনের জন্য আবেদন করা যায়। সব কিছু ঠিক থাকলে নূন্যতম সুদের বদলে ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, লোনের উপর ২৫-৩৫% পর্যন্ত সাবসিডি পাওয়া যেতে পারে। তবে আবেদন গ্রহীত হলে প্রথমে ট্রেনিং দেওয়া হয়, তারপরেই লোন পাশ হবে।

PMEGP লোন পাওয়ার যোগ্যতা

সরকারি প্রকল্পের আওতায় লোন পেতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নিচের বয়স , শিক্ষাগত যোগ্যতা ও আরও অন্যান্য যোগ্যতা সম্পর্কে জানানো হল :

  • আবেদনকারীকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে থাকতেই হবে।
  • যে ব্যক্তি লোনের জন্য আবেদন করবেন তাঁর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও বৈধ আঁধার কার্ড থাকতে হবে।
  • লোনে আবেদন করার জন্য আবেদনকারীর ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। (যদিও এক্ষেত্রে লোন পাশ হওয়ার পূর্বে ট্রেনিংও দেওয়া হয়)

আরও পড়ুনঃ ২৭ হাজার কোটির বিনিয়োগ, চাকরি পাবেন ২৭০০০ জন! বিশাল উদ্যোগ রতন টাটার

আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

  1. আধার কার্ড
  2. প্যান কার্ড
  3. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / শেষ পাশ করা পরীক্ষার রেজাল্ট)
  4. জাতিগত শংসাপত্র (যদি থাকে)
  5. একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  6. মোবাইল নাম্বার ও ইমেল আইডি

কিভাবে অনলাইনে PMEGP এর জন্য আবেদন করা যায়?

  • যদি আপনি সরকারের তরফ থেকে লোন পেতে চান তাহলে প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট (PMEGP) এ  চলে যেতে হবে।
  • সেখানে যাওয়ার পর PMEGP লোন অপশনেক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেটিকে সঠিকতথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে।
  • ফর্ম ফিলাপ হয়ে গেলে কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে বলা হবে। সেগুলিকে আপলোড করে সবটা শুরু থেকে একবার চেকিং করে সাবমিট করে দিতে হবে।
  • ব্যাস আপনার কাজ শেষ , এরপর আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন সফল হলে ব্যাঙ্কের তরফ থেকে যোগাযোগ করে লোন প্রদান করা হবে।
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X