LPG Vs PNG

Papiya Paul

LPG Vs PNG: LPG-র থেকেও সস্তায় PNG-র গ্যাস! কত খরচ পড়বে? কোথায় চালু এই ব্যবস্থা?

নিউজশর্ট ডেস্ক: বহুদিন ধরেই শোনা যাচ্ছে, পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সংযোগক তৈরি করা হবে। অবশেষে সেই প্রকল্পই বাস্তবায়িত হতে চলেছে দুর্গাপুরে। রাজ্যের মধ্যে প্রথম এই দুর্গাপুর এই পাইপলাইনে রান্নাঘরে রান্নার গ্যাস চলে আসছে। SAIL কো অপারেটিভ সোসাইটি কমপ্লেক্সে এই গ্যাসের লাইন আসছে।

   

আর এই ব্যবস্থা প্রথম গ্রহণ করছে পশ্চিম বর্ধমানের SAIL সমবায় সোসাইটির কমপ্লেক্সে। জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত এই গ্যাস লাইনের পাইপলাইন পেতেছে গেল সংস্থা। জানা গিয়েছে, গোপালপুর ও কনিষ্ক এলাকায় অন্তত ১৫০০ বাড়িতে এই PNG-(PNG Gas) মাধ্যমে গ্যাস আসছে। সূত্র বলছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বাড়িতে গ্যাসের মিটার থাকবে। আর এক্ষেত্রে দুমাস অন্তর গ্যাসের রিলেরও ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে কত টাকা জমা দিতে হবে?

এই পরিষেবার জন্য প্রথম গ্রাহকদের ৭১১৮ টাকা জমা দিতে হবে। এর মধ্যে থেকে আবার ৭০০০ টাকা ফেরত পাওয়া যাবে। হিসেব বলছে, এই পিএনজি গ্যাস এলপিজি গ্যাসের থেকে ১৫ শতাংশ সস্তা হতে পারে। অন্তত ওয়েস্ট বেঙ্গল ইনডেক্সে পোস্ট অনুসারে এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি এই পিএনজি গ্যাস সহজে বাতাসের সঙ্গে মিশে যায়, যার জন্য এটি ব্যবহার করা অনেকটাই নিরাপদ।

PNG CONNECTION,PNG Gas,LPG Gas,Bangla Khobor

আরও পড়ুন: ভুলে যান Oyo-র হোটেল, এবার মিলবে প্রতি ঘন্টার জন্য রুম, খরচ একদম বাজেটের মধ্যেই

ভারত সরকার কেবলমাত্র দুর্গাপুরের জন্যে অন্তত ২০ হাজার পিএনজি সংযোগ দিতে চান। ২০২৫ সালের মধ্যে এই সংযোগ সম্পূর্ণ করার টার্গেট গ্রহণ করেছে ভারত সরকার। সূত্রের খবর মারফত এটাও জানা গিয়েছে এই গ্যাস সরবরাহের জন্য পানাগড়ে সোর্স পয়েন্ট তৈরি হয়েছে। সেখান থেকে এই গ্যাস সংযোগ আসবে।

PNG CONNECTION,PNG Gas,LPG Gas,Bangla Khobor

উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত এই গ্যাসের পাইপ লাইনের কাজ শুরু হয়েছিল সেই সময় ইন্ডিয়ান অয়েল ও অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থা এই কাজের জন্য বরাত পেয়েছিল। এই গ্যাস এলপিজি গ্যাসের থেকে সস্তা হবে এর পাশাপাশি বিপদের সম্ভাবনা ও কম থাকছে তাই মনে করা হচ্ছে এই গ্যাসের সংযোগ বাড়বে।