Smartphone

Smartphone: দামে কম, মানে ভালো, 50MP ক্যামেরা সঙ্গে দুর্দান্ত ব্যাটারি, বাজারে এলো নয়া 5G ফোন

নিউজশর্ট ডেস্ক: নতুন বছরে আপনি কি কম বাজেটের মধ্যে ভালো মানের স্মার্টফোন কিনতে চাইছেন? কিন্তু কোন ফোনটি ভালো হবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না। তাহলে আপনার এই সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। এর জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন।

সম্প্রতি ভারতের মার্কেটে লঞ্চ হয়েছে একটি দুর্দান্ত ফাইভ জি ফোন। তবে আগেই বলে রাখি এই ফোনের দাম কিন্তু খুব বেশি নয়। দাম বেশি না হলেও এই ফোনের ফিচার্স অসাধারণ। এখানে আপনি ৮ জিবি  এবং ৫০ মেগাপিক্সেল অব্দি ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন। এবার নিশ্চয়ই আপনার মনে সংশয় জাগছে। তবে চিন্তা করার কিছুই নেই।

POCO মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন ফোন Poco M6 5G। চিনা স্মার্টফোন নির্মাতা একদম কম বাজেটের মধ্যে এই ফাইভ জি ফোন মার্কেটে নিয়ে এসেছে। চলুন তাহলে এই ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই Poco M6 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট দ্বারা চালিত, যা আন্টুটু বেঞ্চমার্কে 4,28,000 স্কোর করতে পারে এবং 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio: বছর শেষে Jio-র জবরদস্ত অফার, এই তারিখের মধ্যে রিচার্জে মিলতে পারে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

এই ফোন 6.74 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর সাথেই এই ফোনে রয়েছে স্ক্রিন কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। এই স্মার্টফোনটি 8GB ভার্চুয়াল RAM-এর সাপোর্ট থাকবে। 8GB এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপর সঙ্গে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর ক্যামেরা আছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে ওয়াটারড্রপ ডিজাইন রয়েছে।

Poco M6 5G-তে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করে দ্রুত চার্জ হবে। ওরিয়ন ব্লু এবং গ্যালাকটিক ব্ল্যাক, এই দুটি কালার অপশনে এই ফোনটি পেয়ে যাবেন। চলুন তাহলে দামটা জেনে নেওয়া যাক। Poco M6 5G 8GB RAM/128GB স্টোরেজ ফোনটির দাম ১০,৪৯৯ টাকা। আর 6GB RAM/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা এবং 8GB RAM/256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা রাখা হয়েছে। এই ফোনটি ই কমার্স ওয়েবসাইট Flipkart-এ পেয়ে যাবেন।

Papiya Paul

X