বিনোদন,টলিউড,বিপ্লব চট্টোপাধ্যায়,Entertainment,Tollywood,Biplab Chatterjee

Additiya

রাজনৈতিক নেতাগুলোই দেশটাকে ধ্বংস করছে, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষগুলোই আসল ভিলেন: বিপ্লব চ্যাটার্জী

সিনেমা(Cinema) হোক অথবা সিরিয়াল(Serial) অভিনেতা-অভিনেত্রীর গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। ঠিক সমান গুরুত্ব থাকে খলনায়কেরও(Villain)। অনেক সময় নায়ক-নায়িকার চেয়ে বেশি প্রাধান্য পায় খলনায়কের চরিত্র। বাংলা সিনেমা জগতে এমনি এক খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়(Biplab Chatterjee)। এখনও তাঁকে রাস্তায় দেখলে বাচ্চাদের ভয় খাওয়ান তাদের মায়েরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানালেন এই অভিনেতা।

   

নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে সকলেই আসেন অভিনয় জগতে। কিন্তু অনেকেই নায়কের চরিত্রে অভিনয় না করেও যথেষ্ট জনপ্রিয়তা পান। তেমনি একজন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। টলিউড জগতে তিনি একেবারে স্ট্যাম্পমারা খলনায়ক। তাঁর প্রতি বিরক্ত বহু দর্শক। কিন্তু তাঁর অভিনয় দক্ষতা বেশ পছন্দের অনেকের কাছে। ভক্ত সংখ্যাও খুব একটা কম নয় এই খলনায়কের।

অভিনেতার কথায়, ‘রাস্তায় এখনও তাঁকে দেখলে অভিভাবকেরা বলেন, ওই যে দুষ্টু লোকটা আসছে। বেশি বদমাইশি করলেই তোমাকে ধরে নিয়ে যাবে’। এই কথা ভীষণ কষ্ট দেয় অভিনেতাকে। সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। তাঁর কথায় , ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি’।

Biplab Chatterjee

অভিনেতার কথায় তিনি একবার এক মহিলাকে বলেও দিয়েছিলেন, ‘ আপনি এরকম কেন বলছেন’। তবে বড়রা অভিনেতাকে নিয়ে আলোচনা করলে মনে মনে বেশ আনন্দ পান তিনি। সাক্ষাৎকারে এই কথাও স্বীকার করে নেন খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়। অভিনেতার কথায়, ‘বাস্তব সমাজের খারাপ লোকগুলোকে দেখেই আমি ভালো খলনায়ক হয়ে উঠতে পেরেছি’।

Biplab Chatterjee

অভিনেতার আক্ষেপ, এখন আর তেমন কোনও ভিলেনকে দেখাই যায়না অভিনয় জগতে। এখন সবটাই বদলে গেছে। তবে তিনি সাফ জানিয়ে দেন, ‘বর্তমানের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষগুলোই আসল ভিলেন’। অভিনেতার কথায় , ‘রাজনৈতিক নেতাগুলোই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমার চোখে তাঁরাই সবচেয়ে বড় ভিলেন’।