Post Office

anita

Post Office: পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই বাজিমাত, মাসে মাসে হবে নিশ্চিত আয়

নিউজ শর্ট ডেস্ক: ভবিষ্যতে নিশ্চিত আয়ের জন্য আয়ের জন্য টাকা জমান অনেকেই। এখানে বলে রাখি প্রত্যেক মাসে টাকা জমালেই  তো আর হয় না! তবে এক্ষেত্রে সকলেরই নজর থাকে নিশ্চিত রিটার্ন আর নিরাপদ ঝুঁকিহীন বিনিয়োগের দিকেই।  আর এক্ষেত্রে কমবেশি সকলেই চোখ বুজে ভরসা করেন পোস্ট অফিসের (Post Office) বিভিন্ন স্কিম (Scheme) গুলির ওপর।

   

পোস্ট অফিস অফিসের এমনই একটি স্কিম হল MIS (Monthly Income Scheme)। এতে একবার টাকা জমা করার পর আগামী পাঁচ বছরে প্রত্যেক মাসে নিশ্চিত আয় হয়। এখানে বলে রাখি এই এম আই এস-এর সিঙ্গেল আর জয়েন্ট অ্যাকাউন্ট
উভয়ই খোলা যায়।

এই স্কিম ম্যাচিউর হয় অ্যাকাউন্ট খোলার ৫বছরের মধ্যে। জানা যাচ্ছে ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যাবে।  পোস্ট অফিসের এই স্কিমের সিঙ্গেল অ্যাকাউন্টে ৯ লক্ষ আর জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করা যায়।

পোস্ট অফিস,Post Office,স্কিম,Scheme,MIS,Monthly Income Scheme,মাসিক আয়,Monthly Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে  কেউ চাইলে তিনি এই সুদ ৫ বছর পরেও নিতে পারেন, আবার কেউ যদি চান তাহলে পাঁচ বছর পর আরও ৫-৫ করে  তা বাড়িয়ে দিতে পারেন। প্রত্যেক পাঁচ বছর পর অপশন থাকবে তিনি প্রিন্সিপাল অ্যামাউন্টের টাকা নেবেন নাকি এই স্কিমের মেয়াদ বাড়াবেন। তবে অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ প্রতি মাসে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয়।

আরও পড়ুন: অনেক বাঁচবে ইলেকট্রিকের বিল, AC চালানোর আগে করুন এই ৬ কাজ

 ৯ লাখ টাকা জমা করলে কত আয় হবে? 

পোস্ট অফিসে MIS-এর সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করলে সেক্ষেত্রে বার্ষিক ৭.৪ শতাংশ হরে সুদ পাওয়া যায়। হিসাব অনুযায়ী যা থেকে, প্রতি মাসে ৫,৫৫০ টাকা আয় হবে। এভাবে ১২ মাসে মোট আয়ের পরিমাণ হবে ৬৬,৬০০  টাকা। এইভাবে, ৫ বছরের সুদ থেকেই মোট ৩.৩৩ লক্ষ টাকার নিশ্চিত আয় হবে।

পোস্ট অফিস,Post Office,স্কিম,Scheme,MIS,Monthly Income Scheme,মাসিক আয়,Monthly Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়া এই স্কিমে দুই বা তিনজনের জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। পরবর্তীতে এই অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত আয় প্রত্যেকেই  সমানভাবে পায়। এছাড়া এই জয়েন্ট অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্টেও প্লেট ফেলা যায়। তবে এক্ষেত্রে প্রত্যেককেই যৌথ আবেদন করতে হবে।

অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে?

এই স্কিমে, ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই  অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড বা আইডি প্রমাণের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। সেইসাথে ২টি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।