Post Office Scheme

Papiya Paul

Post Office Scheme: ৫ হাজার টাকা বিনিয়োগে মিলবে সাড়ে ৩ লাখ টাকার বেশি! এই স্কিমে টাকা রাখলে হবেন ‘মালামাল’

নিউজশর্ট ডেস্কঃ পোস্ট অফিসের(Post Office Scheme) একটি জনপ্রিয় স্কিম হলো ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট(National Savings Recurring Deposit)। এটি পাঁচ বছরের মেয়াদে তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেক তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভারতীয় পোস্ট ওয়েবসাইট, indiapost.gov.in অনুসারে ৩০ শে জুন ২০২৪ শেষ হওয়া ত্রৈমাসিকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট একাউন্টে প্রযোজ্য সুদের হার বার্ষিক ৬.৭ শতাংশ করা হয়েছে। এই রেকারিং ডিপোজিটের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো গ্রাহকদের জানা দরকার।

   

বিনিয়োগের সীমা: এখানে বিনিয়োগকারী ন্যূনতম ১০০ টাকা অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে ১০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হয়। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।

কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়? এই স্কিমের জন্য নগদ বা চেকে প্রাথমিক অর্থ প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। মাসের শুরুতে একাউন্ট খুললে প্রত্যেক মাসের ১৫ তারিখের মধ্যে টাকা জমা করে দিতে হবে। আর ১৫ তারিখের পর অ্যাকাউন্ট খুললে ১৬ তারিখ থেকে মাস শেষ হওয়ার আগে টাকা জমা করতে হবে।

Post Office Scheme

আরও পড়ুন: Whatsapp Banking: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! এবার হোয়াটসঅ্যাপে জানতে পারবেন সবকিছুই, কি পরিষেবা আনলো SBI?

ম্যাচুরিটির সময়কাল: এই স্কিমের মেয়াদ হলো পাঁচ বছর। অ্যাকাউন্ট খোলার দিন থেকে পরবর্তী তিন বছর অকাল প্রত্যাহার করা যেতে পারে। তবে অকাল প্রত্যাহারের পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট-এর জন্য নির্ধারিত হারে সুদ দেওয়া হয়। এখানে ম্যাচুরিটির পর আরো পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ানো যেতে পারে।

Post Office

এখানে বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন আসে?

যদি কেউ এই স্কিমে প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে পাঁচ বছরের মেয়াদ শেষে তিনি ৩,৫৬,৮২৯ টাকা রিটার্ন পাবেন। আর যদি তিন বছরেই টাকা তুলে নেন তাহলে তিনি ৬৭,৪৯২ টাকা, এবং চার বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে তিনি ৭০,১৯২ টাকা ফেরত পাবেন। এখানে যেহেতু বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই তাই অনেক বেশি টাকা ও বিনিয়োগ করা সম্ভব। কেউ চাইলে প্রত্যেক মাসে ২০ হাজার টাকা ও বিনিয়োগ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে ৫ বছর পর মেয়াদ শেষে তিনি ১৪,২৭,৩১৭ টাকা রিটার্ন পাবেন।