Post Office

Papiya Paul

Post Office: পোস্ট অফিসের নিয়মে বড়সড় বদল, এবার এই জিনিসটা না থাকলে বিনিয়োগ করা যাবে না!

নিউজশর্ট ডেস্কঃ কম বেশি সকল ভারতীয়র পোস্ট অফিসে(Post Office) অ্যাকাউন্ট রয়েছে। আর এবার পোস্ট অফিসের একাউন্টধারীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। পোস্ট অফিস এবার থেকে আয়কর বিভাগের সঙ্গে ক্রস চেক করে সমস্ত স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ প্যান নম্বরের বৈধতা যাচাই করবে।

   

দেখা হবে যে কারোর প্যান এবং আধারের সঙ্গে লিঙ্ক করা আছে এবং তাদের দেওয়ার নাম এবং জন্ম তারিখটি সঠিক রয়েছে কিনা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ১ এপ্রিল ২০২৩ থেকে পোস্ট অফিসের স্কিমগুলোতে বিনিয়োগ করার জন্য PAN এবং আধার বিবরণ বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো সঠিকভাবে না দিলে পোস্ট অফিসে একাউন্ট খোলা যাবে না।

পিপিএফ, এনএসসি, এবং অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য প্যান এবং আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ৭ মে ২০২৪-এ পোস্ট বিভাগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১ মে ২০২৪ থেকে প্যান বৈধতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটিকে সংশোধন করা হয়েছে। এটি সরকারি সঞ্চয় প্রচারক সাধারণ বিধিমালা ২০১g এর বিধি ৬ এর বিধি অনুসারে বিজ্ঞপ্তি নম্বর G.s.R-এর মাধ্যমে সংশোধন করা হয়েছে।

Post Office Scheme

আরও পড়ুন: Ramayana: ভারতের সবথেকে দামী ছবির তকমা পাচ্ছে রণবীরের ‘রামায়ণ’! খরচ কত কোটি? জানলে তড়তড়িয়ে ঘামবেন

এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো হওয়ার আগে আমানতকারীদের কাছ থেকে বৈধ প্যানগুলো গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
১) এক্ষেত্রে একাউন্টে যেকোনো সময় ব্যালেন্স ৫০০০০ টাকা ছাড়িয়ে গেলে।
২) যেকোনো আর্থিক বছরে একাউন্টের সমস্ত ক্রেডিট এক লক্ষ টাকা ছাড়িয়ে গেলে।
৩) এছাড়া অ্যাকাউন্ট থেকে এক মাসের সমস্ত টাকা তুলে এবং স্থানান্তরে মোট ১০ হাজার টাকা ছাড়িয়ে যায়। সেক্ষেত্রে আগের শর্তগুলো প্রযোজ্য নয় এমন ক্ষেত্রে আমানতকারীদের একাউন্ট খোলার সময় প্যান কার্ড জমা দিতে বাধ্য করা উচিত হবে না।