নিউজশর্ট ডেস্কঃ ভবিষ্যতে মোটা টাকা সঞ্চয় করে রাখার জন্য এখন থেকেই সঠিক জায়গায় সঠিক সময়ে বিনিয়োগ করা জরুরী। পোস্ট অফিসের(Post Office) এমন একাধিক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। আর পোস্ট অফিসে টাকা সুরক্ষিত থাকে। পোস্ট অফিসে নির্দিষ্ট সময়ের পর গ্যারান্টি রিটার্ন পাওয়া যায়।
আপনি চাইলে পোস্ট অফিসের ন্যূনতম ১০০ টাকাও বিনিয়োগ করতে পারেন। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিভাবে প্রত্যেক মাসে ৩০০ টাকা জমা করে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে? এক্ষেত্রে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এরপর ৬০ মাস পর আপনি সুদসহ সব টাকা তুলে নিতে পারবেন।
এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট একাউন্ট বা তিনজনের নামেও অ্যাকাউন্ট খোলা যায়। আর ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত যদি আপনি বিনিয়োগ করতে না চান তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন। এই অ্যাকাউন্টের ভিত্তিতে ১২ মাস পর লোন নিতে পারেন।
আরও পড়ুন: LIC: মাসে মাসে ৫০০ টাকা জমিয়েই হয়ে যাবেন লাখপতি! LIC-র এই পলিসি ভুলেও হাতছাড়া করবেন না
এই একাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য আরও বিস্তারিত জানার জন্য আপনি পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন কিংবা নিকটবর্তী ডাকঘরে গিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার জন্য আপনার আধার কার্ড, ঠিকানা প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি জমা দিতে হবে।
আপনি যদি প্রতি মাসে ৩০০ টাকা করে জমা করেন। তাহলে পাঁচ বছরে আপনি ১৮ হাজার টাকা জমা করবেন। এরপরে ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এরপরে সুদ হিসেবে আপনি পেয়ে যাবেন ৩৪১০ টাকা। অর্থাৎ আপনি ম্যাচুরিটির পর পাবেন ২১ হাজার ৪১০ টাকা।