নিউজশর্ট ডেস্কঃ দেশের সাধারণ মানুষের সুবিধার্থে পোস্ট অফিসের তরফ থেকে এখন নিত্যনতুন ছোট ছোট কিছু স্কিম আনা হচ্ছে। এই স্কিমগুলোতে বিনিয়োগকারীদের প্রচুর সুবিধা দেওয়া হয়ে থাকে। পোস্ট অফিসের(Post Office Scheme) এমনই একটি জনপ্রিয় স্কিম হলো কিষান বিকাশ পত্র স্কিম(Kisan Bikas Patra Scheme)। এই স্কিমে বিনিয়োগকারীরা তাদের অর্থ দ্বিগুণ করার নিশ্চয়তা পান।
এই মুহূর্তে আপনি যদি কোন জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনি বিকল্প হিসেবে এই নতুন স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। এতে নিরাপত্তার সঙ্গেই মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এই মুহূর্তে সরকার এই স্কিমের অধীনে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। আপনি ১০০০ টাকা দিয়ে এই স্কিমে অর্থ বিনিয়োগ শুরু করতে পারেন। এক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগের কোনো সীমা নেই। অর্থাৎ আপনি চাইলে যত খুশি অর্থ বিনিয়োগ করতে পারেন।
আপনি চাইলে যৌথ একাউন্ট খুলেও এখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। এছাড়া এই স্কিমে নমিনির সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ১০ বছরের বেশি বয়সী শিশুরাও তাদের নিজের নামে একটি KVP একাউন্ট খুলে নিতে পারে। চলুন তাহলে এই স্কিমের অধীনে কিভাবে টাকা দ্বিগুণ করা যায় সেই তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আপনি যদি ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাসের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে এই সময়ের মধ্যে আপনার টাকা ২ লক্ষ হয়ে যাবে।
আরও পড়ুন: মাটিতে নয়, আলু ফলবে আকাশে, এই পদ্ধতিতে চাষ করলে ইনকাম হবে লাখ লাখ টাকা
এই KVP অ্যাকাউন্ট কীভাবে খোলা যাবে?
এর জন্য একটি আবেদনপত্র রশিদসহ পোস্ট অফিসে পূরণ করতে হবে এবং তারপর বিনিয়োগের পরিমাণ নগদ, চেক বা ডিমান্ড ড্রাফটে জমা দিতে হবে। মনে রাখবেন, আপনাকে আবেদনের সঙ্গে আপনার পরিচয়পত্রও যুক্ত করতে হবে। কিষাণ বিকাশ পত্র হল একটি ছোট সঞ্চয় প্রকল্প। আরেকটা জিনিস, প্রতি তিন মাসে সরকার এই স্কিমের ক্ষেত্রে সুদের হার পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে।