Papiya Paul

Post Office Scheme: ১ বছরের FD নাকি ৫ বছরের RD, পোস্ট অফিসের কোন স্কিমে মিলবে বেশি সুদ?

নিউজশর্ট ডেস্কঃ কোনো মানুষই ঝুঁকি নিতে পছন্দ করেন না। তাই টাকা-পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের(Post Office) ওপর সকলে নির্ভরশীল। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) কিংবা রেকারিং ডিপোজিটে(Recurring Deposit) মানুষের টাকা বিনিয়োগ করে। তবে কোন স্কিমে বেশি সুদ পাওয়া যাবে সেটা ও জেনে রাখা দরকার। পোস্ট অফিসের ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৫ বছরের রেকারিং ডিপোজিটের চেয়ে বেশি সুদ পাওয়া যায়।

   

আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকেরা প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন। আর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একসাথে অনেক টাকা জমা করতে হয়। আর ফিক্সড ডিপোজিটে যেহেতু একসাথে অনেক টাকা জমা করতে হয়। তাই এখানে সুদের পরিমাণ বেশি। আপনি চাইলে ২,৩ কিংবা ৫ বছর মেয়াদের FD করে বেশি সুদ পেতে পারেন।

সাধারণত পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ৫ বছরের জন্য ৬.৫ শতাংশ সুদ পাওয়া যায়। আর ১ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৯০ শতাংশ সুদ পাওয়া যায়। আবার  ২ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ শতাংশ, ৩ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.১০ শতাংশ এবং ৫ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশের বার্ষিক সুদ মেলে। এটি বর্তমান সময়ের সুদের হার। যদিও পোস্ট অফিসের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয়।

আরও পড়ুন: Post Office: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ, এবার মোবাইল দিয়ে মাত্র ৫ মিনিটে খুলুন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট

এবার পোস্ট অফিসের ১ লক্ষ টাকার FD-তে কত রিটার্ন পাবেন? সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

১ বছর মেয়াদের FD: আপনি যদি পোস্ট অফিসে ১ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন। তাহলে ৬.৯ শতাংশ হারে সুদ মিলবে। এক বছর পরে বিনিয়োগের উপর ৭০৮১ টাকা সুদ পাবেন। অর্থাৎ ১ বছর পর আপনি ১ লক্ষ টাকার উপর মোট ১,০৭,০৮১ টাকা রিটার্ন পাবেন।

২ বছর মেয়াদের FD: যদি ২ বছরের জন্য ১ লক্ষ টাকার FD করেন, তাহলে আপনাকে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে। আর ২ বছর পরে বিনিয়োগের উপর ১৪৮৮৮ টাকা সুদ পাবেন। অর্থাৎ আপনি ২ বছর পর ১ লক্ষ টাকার উপর মোট ১,১৪,৮৮৮ টাকা রিটার্ন পাবেন।

Fixed Deposit

আরও পড়ুন: Investment: ভুলে যান FD-র কথা, নতুন বছরে বড় উপহার, এই স্কিমে মোটা টাকা সুদ দিচ্ছে মোদী সরকার!

৩ বছর মেয়াদের FD: যদি ৩ বছরের জন্য ১ লক্ষ টাকার FD করেন, তাহলে আপনাকে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এক্ষেত্রে তিন বছর পরে বিনিয়োগের উপর ২৩৫০৮ টাকা সুদ পাবেন। অর্থাৎ আপনি ৩ বছর পর ১ লক্ষ টাকার উপর মোট ১,২৩,৫০৮ টাকা রিটার্ন পাবেন।

 

৫ বছর মেয়াদের FD: যদি ৫ বছরের জন্য ১ লক্ষ টাকার FD করেন, তাহলে আপনাকে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এক্ষেত্রে পাঁচ বছর পরে বিনিয়োগের উপর ৪৪৯৯৫ টাকা সুদ পাবেন। অর্থাৎ আপনি ৫ বছর পর ১ লক্ষ টাকার উপর মোট ১,৪৪,৯৯৫ টাকা রিটার্ন পাবেন।