Papiya Paul

LIC Agent: শুধু LIC এজেন্ট নয়, এবার বাড়ি বসেই পোস্ট অফিসে চাকরির সুযোগ! মাসে রোজগার প্রচুর টাকা

নিউজশর্ট ডেস্ক: শুধুমাত্র এলআইসির এজেন্ট(LIC Agent) হিসেবে কাজ করে বহু মানুষ মোটা টাকা উপার্জন করতে পারছেন। তবে এলআইসির এজেন্টের পাশাপাশি আপনি যদি ডাকবিভাগের এজেন্ট হতে চান। তাহলে আপনার জন্য রয়েছে এই সুযোগ। আপনি যদি একজন বেকার যুবক হয়ে থাকেন এবং একটি চাকরির জন্য খোঁজ খবর করেন তাহলে ডাকবিভাগে যোগ দিয়ে ভালো টাকা রোজগার করতে পারবেন।

   

ডাকবিভাগ পোস্টার লাইসেন্স এবং পোস্টার সেভিংস অ্যাকাউন্টের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই কাজের জন্য ডাক বিভাগ প্রতিটি পোস্টাল সাব ডিভিশনে কমপক্ষে ২০ জন যুবককে কমিশন এজেন্ট হিসেবে নিয়োগ করবে। কমিশন এজেন্টর কাজ হবে পোস্টার লাইফ ইন্সুরেন্স পলিসি বিক্রি করা এবং সেই সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিং স্কিমে টাকা জমা দিতে হবে।

পোস্ট অফিস তার PLI এবং SAS সহযোগীদেরও উপযুক্ত কমিশন দিয়ে দেয়। আপনি ডাক বিভাগের ওয়েবসাইট www.indiapost.gov.in এ যেতে হবে। এই ডাক বিভাগের সঞ্চয় এবং বীমা পলিসি বিক্রির প্রচারের জন্য ডাক বিভাগ ইতিমধ্যেই এলআইসির মতো বীমা এজেন্ট এবং সেভিংস এজেন্টের পুনঃ বহাল করতে চলেছে।

আরও পড়ুন:

এখন এই সংস্থায় কমপক্ষে কুড়িজন নতুন পিএলআই এজেন্ট প্রয়োজন। পোস্টমাস্টারের খবরের সূত্র অনুযায়ী এজেন্টর কুড়ি শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয়। যত বেশি ব্যবসা করা যাবে তত বেশি এখানে অর্থ উপার্জন হবে এর পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।

কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের বীমা পলিসি সর্বোচ্চ রিটার্ন দেয়। এখানে প্রিমিয়াম রেট তো ন্যূনতম আর বোনাস রেট অনেক বেশি। এই প্রিমিয়াম দেওয়ার জন্য অনলাইনে ব্যবস্থা করা হয়।