টিজ়ার(Teaser) মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত। একাধিক বিতর্কের জেরে বার বার শিরোনামে উঠে এসেছে ওম রাউতের(Om Raut) ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)। রামায়ণের গল্প বিকৃত করা হয়েছে বলে সরব হয়েছিলেন দেশের সাধারণ মানুষ। অনেকে তো ছবি বয়কট করারও ডাক দিয়েছিলেন। আর এবার সেই আদিপুরুষ নিয়েই এসেছে বড় খবর।
এমনকি টিজার মুক্তির পর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ নিয়ে ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই কারণে ছবি মুক্তির তারিখও পিছিয়ে দিতে বাধ্য হন ওম রাউত। তবে বিগত বেশকিছুদিন ধরে খানিকটা ঠান্ডা হয়েছে পরিস্থিতি।
আর সেই সুযোগে নির্মাতারাও ছবি মুক্তির কাজে মনোনিবেশ করেছেন। প্রসঙ্গত, ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসরণে তৈরি ‘আদিপুরুষ’ ছবির চিত্রনাট্য। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় বাহুবলী খ্যাত প্রভাস। সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। এদিকে তপস্বী রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান।
ছবির কথা শুনে প্রথমে সবাই বেশ উত্তেজিত থাকলেও, টিজার দেখার পর সবটাই ছিল বিশ বাঁও জলে। চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, একাধিক অভিযোগে বিদ্ধ করা হয়েছিল প্রভাসের এই ছবিকে। ছবির দৃশ্যায়ন থেকে শুরু করে ভিএফএক্স সবকিছু নিয়েই নির্মাতাদের তুলোধুনো করছিলেন নেটিজনরা।
বিশেষ করে রাবণরূপে সইফ আলি খানের ভয়ানক লুক কেউই মেনে নিতে পারেনি। এই কারণেই, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে দিতে হয় ছবি মুক্তির তারিখ। তবে এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বড় পর্দায় আসতে চলেছে বহুল চর্চিত ‘আদিপুরুষ’।
স্টুডিও পাড়ার খবর, ঔ চলতি বছর ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এবং আগামী ৩০ মার্চ অর্থাৎ রামনবমীর দিন থেকে শুরু হবে প্রচারের কাজ। এখন দেখার বিষয় হল, ওম রাউত ঠিক কতটা বদল করেছেন তার ছবিতে! এখন সেটা দেখার জন্য ছবি মুক্তি পাওয়া পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে।