টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অভিনেতা নন। তিনি একটা গোটা ইন্ডাস্ট্রি। প্রায় ৪০ বছর ধরে বাংলা সিনেমা জগতে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। দর্শকদের উপহার দিয়েছেন ৩০০ টিরও বেশি ছবি। বছরের পর বছর টলি দুনিয়ায় চলছে তাঁর রাজত্ব।
তবে কেবলমাত্র বাংলা সিনেমা নয়। ইতিমধ্যেই হিন্দি ওয়েব সিরিজেও পা রেখেছেন সকলের প্রিয় বুম্বাদা। প্রথম কাজেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এসবের মাঝেই এবার টলিউড নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ। ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দিলেন বলি দুনিয়ায় পা রেখেই টলিউডকে ভুলতে চলেছেন তিনি।
সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমি অনেক ভাবতাম। তবে বর্তমানে আর ভাবিনা। সত্যি কথা বলতে গেলে আমাকে ভাবতে হয় না’। তাঁর এই বক্তব্যই প্রশ্ন তুলে দিয়েছিল অনুরাগীদের মনে। যদিও পরবর্তীতে সম্পূর্ণ বিষয়টা খোলসা করে বলেন অভিনেতা।
প্রসেনজিতের কথায়, ‘বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন তারকা রয়েছেন তারা সকলেই নিজেরটা ভালো বুঝতে পারেন। তবে আমরা যে সময় কাজ শুরু করেছিলাম তখন কেবলমাত্র লড়াই ছিল। আমার মাথার উপর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এর ছায়া ছিল। সেই ছায়া থেকে নিজেকে বের করে আনতে অনেকটা সময় লেগেছে’।
অভিনেতার সংযোজন, ‘একটা সময় আমাকে রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয় করতে হতো। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এর ছেলে এটাই ছিল আমার পরিচয়। যদিও আস্তে আস্তে সেই ছায়া আমি অনেকটা কাটাতে পেরেছি। ঋতুপর্ণা ঘোষের সঙ্গে আমি ফিল্ম ফেস্টিভ্যালের স্বীকৃতি পাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম।’।
উল্লেখ্য, সদ্যই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালিত ওয়েব সিরিজ ‘জুবিলী’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই আরও একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। মুখ্য চরিত্রে ধরা দেবেন হনসল মেহতার ‘স্কুপ’ এ।