preity zinta called priyanka chopra homebreaker

Papiya Paul

‘ও ধান্দাবাজ, লোকের ঘর ভাঙে’, নাম না করেই প্রিয়াঙ্কাকে ধুয়ে দিলেন প্রীতি জিন্টা

নিউজশর্ট ডেস্কঃ বলিপাড়ার(Bollywood) দুই খ্যাতনামা অভিনেত্রী হলেন প্রীতি জিন্টা(Preity Zinta) এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস(Priyanka Chopra Jonas)। দুই নায়িকাই তাদের নিজের নিজের জায়গায় চূড়ান্ত সফল। যদিও দু’জনেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন। আবার বি টাউনের দেওয়ালে কান পাতলেই শোনা যায়, এই দুজন নাকি একে অপরের কেরিয়ার নষ্ট করেছেন।

   

শুনতে অবাক লাগলেও, এই কথা বলি পাড়ার আনাচে কানাচে ঘোরে। ১৯৯৮ সালে ‘দিল সে’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন প্রীতি‌। প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাত। এরপর একটার পর একটা দূর্দান্ত প্রোজেক্টে কাজ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এর সাথে তার মিষ্টি হাসি তো আছেই।

এদিকে প্রীতি যখন তার কেরিয়ারের মধ্যগগনে, তখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়ঙ্কা। ২০০৩ সালে ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’ প্রিয়াঙ্কার প্রথম কাজ। যদিও এই ছবিতে নায়িকা ছিলেননা তিনি। বরং তাকে দেখা গেছিলো সেকেন্ড লিড চরিত্রে। প্রীতির সহ-অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা।

সবকিছু ঠিকঠাক চললেও সমস্যা শুরু হয় ‘কৃষ’ ছবির সময় থেকে। ‘কই মিল গায়া’তে প্রীতি অভিনয় করলেও ‘কৃষ’র অফার গেছিল প্রিয়াঙ্কার কাছে। আর এই ছবিই ছিল প্রিয়াঙ্কার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। পরিচালকদের নজর তখন তার দিকে ঘুরতে শুরু করেছে। একের পর এক কাজের প্রস্তাব পেতে থাকেন তিনি।

জানা যায় করণ জোহরের ‘দোস্তানা’ ছবির জন্য প্রিয়াঙ্কা প্রথমে রাজি হননি। পরে চরিত্রটি প্রীতির কাছে গেলে প্রিয়াঙ্কা তার হাতের কাজ ‘ম্যায় অওর মিসেস খন্না’ ফেলে ‘দোস্তানা’তে ফিরে আসেন। তখন প্রীতিকে অনিচ্ছা সত্ত্বেও ‘ম্যায় অওর মিসেস খন্না’ছবিতে প্রিয়ঙ্কার ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করতে হয়।

‘দোস্তানা’ ছবিতে অভিনয় করার পর প্রিয়ঙ্কার জীবন নতুন মোড় নেয়। ক্যামিয়ো চরিত্র থেকে শুরু করে মূল নায়িকা হিসাবে বড় পর্দায় তখন রাজত্ব চলত প্রিয়ঙ্কার-ই। এদিকে প্রীতির কেরিয়ার নড়বড়ে হতে শুরু করে। কাছের বান্ধবী কাজ পাচ্ছেন না জেনেও প্রিয় বন্ধু শাহরুখ-ও তার থেকে মুখ ফিরিয়ে প্রিয়াঙ্কার দিকে ঝুঁকে পড়ে। এমনকি তাদের মধ্যে নাকি অ্যাফেয়ারও শুরু হয়ে যায়।

এরপর সাল ২০১৩ তে এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কার নাম সরাসরি উল্লেখ না করে তার উপর সমস্ত ক্ষোভ উগরে দেন প্রীতি। তিনি বলেছিলেন, ‘‘যাঁরা সুখের সংসার ভাঙতে পছন্দ করেন তাদের নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তারা আদতে ধান্দাবাজ।’’ তিনি আরো বলেন, ‘‘খ্যাতনামী তারকাদের যে অভিনেত্রীরা কেরিয়ারে উপরের দিকে ওঠার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেন, তাদের আমি ঘৃণা করি।’’