Private Job Salaries might Hike by 9.5 Pecent says report

বেসরকারি কর্মীদের জন্য সুখবর! কত শতাংশ বাড়বে মাইনে? আগাম পূর্বাভাস দিচ্ছে রিপোর্ট

পার্থ মান্নাঃ আমাদের দেশে সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরি করা মানুষের সংখ্যাই বেশি। এমন সমস্ত কর্মীদের জন্য এবার সুখবর পাওয়া গেল। কি সুখবর? জানা যাচ্ছে বেসরকারি কর্মীদের ভাগ্য খুলে যেতে পারে আগামী বছরেই। মাইনে বাড়তে পারে অনেকটাই। রিপোর্ট বলছে ২০২৫ সালে ৯.৫% বেতন বৃদ্ধি হতে পারে।

৯.৫% বাড়বে বেসরকারি কর্মীদের বেতন

সম্প্রতি বিশ্বব্যাপী এক সার্ভার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জুলাই থেকে অগাস্ট মাসের মোট ৪০ধরণের শিল্প ও ১১৭৬টি কোম্পানির উপর রা এঅন পিএলসি-এর ৩০ তম বার্ষিক স্যালারি গ্রোথ এন্ড অকূপেশন সার্ভে থেকে জানা যাচ্ছে এই তথ্য। কোন ইন্ডাস্ট্রিতে কত শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে তা জানা যাচ্ছে এই সার্ভে রিপোর্ট থেকেই।

সমীক্ষা অনুযায়ী উৎপাদন, রিটেল ও ইঞ্জিনিয়ারিং শিল্পে ১০% পর্যন্ত স্যালারি বাড়তে পারে। তাছাড়া আর্থিক কাজের সাথে জড়িত সংস্থাগুলিতেও ৯.৯% স্যালারি বৃদ্ধি দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে ২০২৫ সালে কর্মীদের স্যালারি গড়ে ৯.৫% বৃদ্ধি পাবে বলেই দাবি করা হচ্ছে। এর পিছনে অবশ্য কিছু যুক্তিসংগত কারণও দেখানো হয়েছে।

ভারতে বেতন বৃদ্ধির কারণগুলি কি কি?

সার্ভে রিপোর্ট অনুযায়ী আগামী ২০২৫ অর্থবর্ষে ভারতের ক্ষয়ক্ষতির হার অনেকটাই কমবে। ২০২২ সালে যেখানে ক্ষতির পরিমাণ ছিল ২১.৪% সেটা ২০২৪ সালে ১৬.০৯% হয়ে হবে বলে আন্দাজ করা হচ্ছে। তবে রিপোর্টার আগামী পর্বটি জানুয়ারির পর প্রকাশিত হবে সেখানে ডিসেম্বর ও জানুয়ারি মাসের তথ্য যুক্ত হলেই আসল ক্ষয়ক্ষতির হার জানা যাবে।

এছাড়া ভারতের জিডিপি বৃদ্ধির কারণেও অর্থনীতি বেশ চাঙ্গা থাকবে। যার ফলে বেসরকারি ক্ষেত্রে মাইনে বাড়ার সম্ভাবনা বেশি। গতবছর অর্থাৎ অর্থবর্ষ ২০২৩-২৪ সালে GDP বৃদ্ধির হার ছিল ৮.২% যেটা এবছর ৭.২% এর কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। তবে বাস্তবে মাইনের বৃদ্ধি কতটা হয় সেটা আগামী বছরের মার্চ মাস শেষ হলেই বোঝা যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X