একটি ভিডিও রাতারাতি ভাইরাল করে দিয়েছিল এক মেয়েকে। এই মেয়ে অবশ্য সাধারণ কেউ নয়, দক্ষিণের অভিনেত্রী তিনি। সামান্য চোখ মেরে অর্থাৎ উইঙ্কের জাদুতে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে পড়েন দক্ষিণ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিওর (Priya Prakash Varrier)। সেই সময় ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সব জায়গাতেই প্রিয়াকে নিয়ে তুমুল মাতামাতি।
এরপরে তার জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। Instagram-এ ফলোয়ারের সংখ্যাও বেড়েছে। তবে এখন কি করেন অভিনেত্রী? কেমন দেখতে হয়েছে প্রিয়াকে? সম্প্রতি তার ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। প্রিয়ার আগের চেহারার সঙ্গে নাকি এখন এর চেহারার কোন মিলই নেই! লাল রংয়ের ডিপ নেকলাইন পোষাকে ছবি দিয়েছেন তিনি। যেখানে তাকে অনেক বেশি সাহসী দেখা গিয়েছে।
আর এই ছবিগুলোই এখন রীতিমতো ভাইরাল। তবে এই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন অভিনেত্রীর আগের মুখের সেই মিষ্টতা নাকি হারিয়ে গিয়েছে। তবে অনেকে আবার সাহসী লুকের এই প্রিয়াকে দেখে বেশি স্বচ্ছন্দ বোধ করেছেন।
এই মুহূর্তে বলিউডের নিচে জায়গা পাকা করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। শুধুমাত্র উইঙ্ক গার্ল হয়ে নিজের পরিচিতি গড়া নয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়া। ২০২৩ সালে তার হিন্দি ছবি মুক্তি পাবার কথা। এই ছবির নাম ‘শ্রীদেবী বাংলো’। যেখানে নাম ভূমিকায় তিনি অভিনয় করছেন।
মালায়ালাম ছবি ‘অরু আদার লাভ’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ২০১৯ সালের সেই ছবিরই চোখ মারার দৃশ্য ব্যাপক ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আর এরপর থেকেই নিজের এক অন্য পরিচিতি গড়ে তুলতে পারেন অভিনেত্রী।