Arijit

ফের পক্ষপাতীত্বের শিকার বাঙালি! ফর্মে থাকা অভিমন্যুর পরিবর্তে নেওয়া হল প্রিয়ঙ্ক পঞ্চালকে

অনুশীলন করার সময় গুরুত্বর চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। সোমবারই বিসিসিআই এর তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে টেস্ট সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়ার কথা।

   

রোহিত শর্মার পরিবর্তে দলে নেওয়া হয়েছে গুজরাটের ব্যাটসম্যান প্রিয়ঙ্ক পঞ্চালকে। এই প্রিয়ঙ্ক পঞ্চাল সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম দুটি বেসরকারি টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। রোহিত শর্মার পরিবর্তে প্রিয়ঙ্ক পঞ্চালকে দলে নেওয়ার পরই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

প্রশ্ন উঠতে শুরু হয়েছে কেন রোহিতের পরিবর্তে দলে নেওয়া হল প্রিয়ঙ্ক পঞ্চালকে? কি দোষ করল বাংলার অভিমন্যু ঈশ্বরণ? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছিল অভিমন্যু ঈশ্বরণকে, তার সত্ত্বেও কোন কারণ ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাকে বাদ দেওয়া হল, যেখানে তার পারফরম্যান্স প্রিয়ঙ্ক পঞ্চালের থেকে অনেক ভালো।

প্রিয়ঙ্ক 2 টি টেস্টের তিনটি ইনিংসে যথাক্রমে 96, 24 ও 0 রান করেন। অপরদিকে ঈশ্বরন তিন টেস্টের পাঁচটি ইনিংসে 103, 0, 55, 28 ও 19 রান সংগ্রহ করেন।হনুমা বিহারীর পর ভারতীয় শিবিরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। সুতরাং, ফর্মে থাকা অভিমন্যুকে টপকে কীভাবে পঞ্চাল দলে ঢুকলেন, সেটাই বুঝতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কেও কেও আবার বিসিসিআই এর বিরুদ্ধে সরাসরি বাঙালির বিরুদ্ধে পক্ষপাতীত্বের অভিযোগ তুলেছেন।