টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে তাঁর গুরুত্ব যে কতখানি সে কথা নতুন করে আর বলার কিছু নেই। একটা সময় গোটা ইন্ডাস্ট্রিতে একা হাতেই সামলেছেন তিনি। বাংলা সিনেমার তিনি উজ্জ্বল নক্ষত্র। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের। কেবলমাত্র অভিনেতা নয় তাঁকে দেখা গেছে বাবার চরিত্রেও।
অভিনেতার বাবা বিশ্বজিৎ চ্যাটার্জী বলিউড ইন্ডাস্ট্রিতে ছাপ রাখলেও ছেলে প্রসেনজিৎ কিন্তু হাঁটেননি সেই পথে। তিনি থেকে গেছেন টলি জগতেই। বর্তমানে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ভবানী পাঠকের চরিত্রে। আর এসবের মাঝেই অভিনেতা সম্পর্কে জানা গেছে বেশ কিছু তথ্য।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) অভিনীত ওয়েব সিরিজ ‘জুবিলী'(Zubilee)। সিনেপাড়ায় এখন এই নিয়েই চলছে গুঞ্জন। এই প্রথমবার ওটিটি প্লাটফর্মে হাতে খড়ি হতে চলেছে টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেতার তথা সকলের প্রিয় বুম্বাদার। তবে বাংলা নয়, হিন্দি সিরিজের মাধ্যমে ওটিটি(OTT) প্লাটফর্মে আত্মপ্রকাশ করছেন তিনি।
আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে অভিনেতার ভক্তদের মধ্যে। বর্তমানে ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত প্রসেনজিৎ। নিত্যদিন অভিনেতাকে দেখা যাচ্ছে একাধিক সাক্ষাৎকার দিতে। সম্প্রতি এমনই এক সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্কে কথা বলতে শোনা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
কেন বলিউডে কাজ করেননি প্রসেনজিৎ এই প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে। জবাবে তিনি বলেন, ‘কাজের সুযোগ পাইনি এমনটা কিন্তু নয়। কথা ছিল ‘ম্যানে পেয়ার কিয়া’ ছবিতে কাজ করার। তবে আমার মনে হয়েছিল স্থানীয় অভিনেতারা বেশি কাজ পায় না মুম্বাইতে। আর সে কারণে আমি শেষ কাজ করেছি সংঘাই ছবিতে। এরপর জুবিলির হাত ধরে ফের ফিরে এলাম মুম্বাইতে’।
মাঝখানে পেরিয়ে গেছে প্রায় বারোটা বছর। এর মধ্যে বাণিজ্যিক ধারার ছবি করতে দেখা যায়নি প্রসেনজিৎকে। জানা যাচ্ছে, বর্তমানে তিনি নাকি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে চাইছেন। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘জুবিলী’। শ্রীকান্ত রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। আপাতত টলিউড এবং বলিউড নিয়ে ভীষণ ব্যস্ত প্রসেনজিৎ।