টলিউড(Tollywood) জগতের জনপ্রিয় নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee)। মহানায়ক উপাধি পেয়েছেন তিনি। একের পর এক সুপারহিট ছবি করে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছেন এই অভিনেতা। নানান রকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। শুধুমাত্র নায়ক চরিত্রেই নয়। বাবার চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। নতুন বছরেই ফের নতুন ছবি নিয়ে আসছেন বাঙালির বুম্বা দা।
নতুন বছরেই আসছে ‘কাবেরী অন্তর্ধান’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে আভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়,অম্বরিশ ভট্টাচার্য সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীকে। জানা যাচ্ছে, নকশাল আন্দোলনকে কেন্দ্র করেই তৈরি হয়েছেন ছবির প্রেক্ষপট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি সর্ম্পকে মুখ খোলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সত্তর দশকের অভিজ্ঞতা সকলের সাথে ভাগাভাগি করে নেন অভিনেতা। টালিগঞ্জের বাড়িতে সে সময় থাকতেন অভিনেতা, তাঁর মা, বোন। অভিনেতার বাবা কাজের সূত্রে থাকতেন মুম্বইতে। সর্বদাই ভুগতে হত নিরাপত্তাহীনতায়। বোমা-গুলির আওয়াজে যাতে তারা ভয় না পায় তাই তাঁর মা জানলা দরজা বন্ধ করে রাখতেন।
অভিনেতা আরও বলেন, ‘তখন আমরা অনেক ছোট। ভালো করে কিছুই বুঝতে পারতাম না। মনে হত বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাইরে যাওয়ার উপায় ছিল না। সবসময় ঘরের ভেতরেই থাকতে হত। সবচেয়ে বড় কথা আতঙ্কে আমাদের পড়াশুনো বন্ধ হয়ে গেছিল। মাঝেমধ্যে হালকা হালকা মনে পরে ওই সময়ের কথা’।