নিউজ শর্ট ডেস্ক: টলিউডের (Tollywood) ইন্ডাস্ট্রি বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। ৬০ পেরিয়েও এভারগ্রীন বুম্বাদা। তাই এই বয়সেও টলিউডের পাশাপাশি দাপিয়ে কাজ করে চলেছেন বলিউডেও। দীর্ঘদিনের অভিনয় জীবনে সারাক্ষণ তাঁকে ঘিরে রেখেছে এক আকাশচুম্বি স্টারডম। তিনি যেখানেই যান সেখানেই তাঁকে এক ঝলক দেখার জন্য ঘিরে ধরেন ভক্তরা। তাই তাঁকে সারাক্ষণ আগলে রাখেন তাঁর এক ‘বাহুবলি’ বডিগার্ড। তিনি হলেন রাম সিং (Ram Singh)।
ঘরে হোক বাইরে বিশ্বস্ত এই রাম সিং-এর চোখ এড়িয়ে এক পা-ও ফেলেন না প্রসেনজিৎ। এই টলিউড সুপারস্টারের ছায়া সঙ্গী হয়েই রাম সিং কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ১৫ বছর। অভিনেতাকে রাম সিং স্যারজি বলে ডাকেন। টলিউডেও দারুণ জনপ্রিয় প্রসেনজিতের এই বডিগার্ড।কিন্তু অনেকেই জানেন না এই রামসিং ইতি মধ্যেই অভিনয় করে ফেলেছেন বাংলা সিনেমাতেও। পরিচালক কৌশিক গাঙ্গুলীর পরিচালিত জ্যেষ্ঠ পুত্র সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিতের এই বডিগার্ড।
আদতে অযোধ্যার বাসিন্দা এই রাম সিং এর উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি এবং তার ওজন ১১৫ কেজি। তাই টলি তারকারএ হেন বডিগার্ডকে দেখে যে কোন শত্রুই দশ হাত দূরে থাকেন। এখন প্রসেনজিতের সাথে তাঁর সম্পর্ক একেবারে পরিবারের মত। উত্তর প্রদেশের অযোধ্যার বাসিন্দা রাম সিং মাত্র ১২ বছর বয়সেই বাবার সাথে কলকাতায় চলে এসেছিলেন। পড়াশোনা করতে এসেছিলেন তিনি।
তবে স্বাস্থ্য ভালো থাকায় তাকে অনেকেই বলেছিলেন বাউন্সারের কাজের জন্য। এরপর টুকটাক ইভেন্টে কাজ করতে করতেই তার যোগাযোগ হয়েছিল টলিউড সুপার স্টার দেবের সাথে। জানা যায় দেবের সাথে দু’বছর কাজ করার পর রাম সিং প্রসেনজিতের সাথে কাজ শুরু করেন। সুপারস্টারের মতোই ব্যস্ততা তারও।
আরও পড়ুন: বিয়েতে সোনার জল করা রুপোর জরির বেনারসি পরবেন দর্শনা, শাড়ির দাম শুনলে লজ্জা পাবেন আম্বানিও
স্যারজি কোথায় যাবেন, কখন যাবেন সব খবরই নখ দর্পণে থাকে রাম সিংয়ের। প্রসেনজিৎ কখন বাড়ি থেকে বের হবেন কখন বাড়িতে ফিরবেন সবই ঠোঁটের গোড়ায় থাকে থাকে রামসিং-এর। অভিনেতার ব্যক্তিগত গাড়িতেই সারাক্ষণ থাকেন রাম সিং।কিছুদিন আগে প্রসেনজিতের সাথে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছিলেন রামসিং। ব্যক্তিগত জীবনে একজন স্ত্রী এবং পুত্র সন্তান রয়েছে তাঁর।
কিন্তু কাজের চাপে তাদেরকে তিনি সেভাবে সময় দিতে পারেন না। তবে মাঝেমধ্যেই সুযোগ পেলে বাটানগরে গিয়ে স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করে আসেন রাম সিং। কিন্তু প্রসেনজিতের এই বডিগার্ডের বেতন কত জানেন? শুনলে চমকে যাবেন আচ্ছা আচ্ছা সরকারি চাকুরীজীবীরাও! প্রত্যেক বছরে নাকি রাম সিং-এর পারিশ্রমিক ৮০ লক্ষ টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে তাঁর আয় প্রায় ছয় লক্ষ টাকা।