নিউজ শর্ট ডেস্ক: নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সমস্ত বেসরকারি সংস্থার কর্মীদের জন্য এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অর্গানাইজেশন বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। যার মধ্যে অন্যতম সম্পূর্ণ বিনামূল্যের ৭ লক্ষ টাকার জীবন বীমা ( life Insurance) কভারেজ।
আসলে এই এমপ্লয়েড প্রভিডেন্ট ফান্ডের তরফ থেকে প্রত্যেক সদস্যকেই সর্বোচ্চ সাত লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার কভারেজ দেওয়া হয়ে থাকে। এই বিশেষ প্রকল্পটির নাম এমপ্লয়ি ডিপোজিট লিংক ইন্সুরেন্স (Employee Deposit Link Insurance)।
তবে জানা যাচ্ছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সদস্যদের অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না। ১৯৭৬ সাল থেকে মৃত সদস্যের পরিবারের পাশে থাকার জন্য প্রকল্পটি চালু করেছিল এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেসনের কোন সদস্য যদি আচমকা মারা যা, তাহলে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করে এই এমপ্লয়ি ডিপোজিট লিংক ইন্স্যুরেন্স। নিয়ম অনুযায়ী, বেসরকারি সংস্থার কর্মীরা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন কোম্পানির তরফেও সেই সমপরিমাণ অর্থ ওই ব্যক্তির অ্যাকাউন্টে জমা করা হবে।
আরও পড়ুন: IAS অফিসারের পদ ছেড়ে হয়েছেন সাধু! এই স্বামীজির কাহিনী মন জিতে নেবে আপনার
জানা যাচ্ছে অবসরের পর থেকে ওই জমানো টাকা থেকে বেসরকারি কর্মীরাও প্রতিমাসে পেনশন পাবেন। এছাড়া এই জমানো টাকার একটা অংশ রেখে দেওয়া হয় এমপ্লয়ি ডিপোজিট লিংক ইন্সুরেন্সে। কিন্তু হঠাৎ করে কোনো সদস্য মারা গেলে ওই টাকা থেকেই তার পরিবারের সদস্যকে আর্থিক সাহায্য করা হয় ।
তবে যার যতদিন চাকরি ততদিনই এমপ্লয়ি ডিপোজিট লিংক ইন্সুরেন্সের আওতায় থাকতে পারবেন। তাই কর্মরত অবস্থায় যদি কারও মৃত্যু হয়, তবেই সে এই জীবন বীমার সুবিধা পাওয়া যাবে। তবে অবসরের পর কোন সমস্যা হলে কিন্তু তখন এই জীবন বীমার সুবিধা পাওয়া যাবে না। সদস্যদের বার্ষিক মূল বেতন ও ডিএর উপর নির্ভর করে জীবন বীমার কভারেজ। জানলে অবাক হবেন এক্ষেত্রে জীবন বীমার পরিমাণ সেই সদস্যের বার্ষিক আয়ের ৩৫ গুন হয়ে থাকে। সেইসাথে বোনাস বাবদ পাওয়া যায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।