নিউজশর্ট ডেস্কঃ সারা সপ্তাহ ধরে কাজের পর শরীর ক্লান্ত? তাহলে রিলাক্স করার জন্য সবার আগে মাথায় আসে দীঘার নাম। অবশ্য শুধু সপ্তাহান্তে নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা সারাবছরই দীঘার সমুদ্র সৈকত জমজমাট থাকে। আপনি চাইলে ট্রেনে বা বাসে করে কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্র নগরীতে পৌঁছে যেতে পারেন। কিন্তু জানেন কি এবার রেলপথ বা সড়ক পথের পাশাপাশি উড়েও দীঘা যেতে পারবেন আপনি।
আকাশপথে যাওয়া যাবে দীঘা
হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আকাশপথে যেতে পারবেন দীঘা। কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে কয়েক মিনিটেই চলে যাবেন প্রিয় ডেস্টিনেশনে। কবে থেকে শুরু পরিষেবা? চাপবেন কোথা থেকে আর ভাড়াই বা কত? সমস্ত তথ্য পেতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কলকাতা থেকে দীঘা হেলিকপ্টার পরিষেবা
আসলে কলকাতা থেকে হেলিকপ্টারে দীঘা এই প্রথম চালু হচ্ছে না। বরং ২০১৬ সালেই চালু হয়েছিল এই পরিষেবা। কিন্তু পরে সেটা বন্ধ করে দেওয়া হয়। মূলত ২০২০ সালে করোনা মহামারী ছড়িয়ে পরেই হেলিকপ্টার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু করোনা বিদায় হলেও সার্ভিস আর চালু হয়নি। কিন্তু এবার পুজোর মুখে আবারও হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবি উঠছে, সেটাই ভাইরাল হয়েছে নেটপাড়াতেও।
কত খরচ পড়ে হেলিকপ্টারে চাপতে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে যখন এই পরিষেবার উদ্বোধন করেন তখন একজনের দীঘা যাওয়ার জন্য মাত্র ২০০০ টাকা খরচ হত। তবে চাইলেই যখন খুশি যাওয়া যেত না। সপ্তাহে দু দিন শনি ও রবিবারই হেলিকপ্টার চলত। যার জন্য আগে থেকেই বুকিং করে রাখতে হত। এরপর বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে উঠে মাত্র ৪৫ মিনিটেই দীঘা পৌঁছে যাওয়া যেত।
আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে ভুলেও করবেন না এই কাজ! যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল পূর্ব রেল
এই মুহূর্তে নতুন করে কলকাতা টু দীঘা হেলিকপ্টার পরিষেবা শুরুর দাবি উঠলেও অফিসিয়ালি তেমন কোনো খবর নেই। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান, একাধিক মহল থেকেই হেলিকপ্টার সার্ভিস নতুন করে চালু করার দাবি জানানো হচ্ছে। তাই যদি প্রশাসন চায় তাহলে চালু করার সম্ভাবনা থাকতে পারে।