পার্থ মান্নাঃ পুজো আসতে আর মাত্র কিছুদিন বাকি। ২রা অক্টোবর মহালয়া তারপর ৯ তারিখ ষষ্ঠী। পুজো মানেই ছুটি, বন্ধুরা মিলে প্যান্ডেলে ঘোরা থেকে খাওয়াদাওয়া। সরকারি হোক বা প্রাইভেট এই সময় সব সংস্থাতেই ছুটি থাকে। কিন্তু যারা ছুটি পান না তারা হলেন পুলিশ। পুজোর সময় মানুষের নিরাপত্তা থেকে ট্রাফিক সামলানো ও আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অতিরিক্ত ডিউটি করতে হয় পুলিশদের। আর এবার জানা যাচ্ছে দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত ছুটি বাতিল ঘোষণা করা হল।
পুজোর ছুটি বাতিল, জারি হল বিজ্ঞপ্তি
গতকাল অর্থাৎ মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে আগামী ১লা অক্টোবর থেকে শুরু করে ৮ই নভেম্বর পর্যন্ত ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মী থেকে আধিকারিকেরা। এমার্জেন্সি ছাড়া কোনো ছুটির আর্জি মঞ্জুর করা হবে না বলে সাফ জানানো হয়েছে।
আসলে আরজি করে ঘটনার জেরে এমনিতেই শহরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে রয়েছে। তারই মাঝে পুজো তাই কলকাতা শহরের শান্তি বজায় রাখতেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ পুজোর সময় কলকাতায় প্রচুর মানুষের সমাগম হয় ঠাকুর দেখার জন্য। এই সময় অতিরিক্ত পুলিশের প্রয়োজন হয়। এই সময় ছুটিতে চলে গেলে সামলানো মুশকিল হয়ে যেতে পারে।
কলকাতার নিরাপত্তার জন্য বৈঠকের ডাক নতুন কমিশনারের
কিছুদিন আগেই জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের জেরে কলকাতা পুলিশের কমিশনার পদে রদবদল করা হয়েছে। বিনীত গোয়েলের পরিবর্তে মনোজ বর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সর্বোপরি সাধারণ মানুষের নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে তার জন্য আজ অর্থাৎ বুধবারেই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ৯ই অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা। নির্যাতিতার দোষীদের শাস্তি আর নারী সুরক্ষার দাবিতে এখনও চলছে প্রতিবাদ মিছিল। তাই দুর্গাপুজোতেও এমন মিছিল বেরোতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর জন্যই পুলিশদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।