নিউজ শর্ট ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় একটি সরকারি ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) সংক্ষেপে পিএনবি (PNB)। গত বছর অর্থাৎ ২০২৩ সালের শেষ দিকে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হারে বিরাট পরিবর্তন এনেছে এই ব্যাঙ্ক। বর্তমানে পিএনবি ৪০০ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া এফডিতে ৭.২৫ শতাংশ হরে সুদ দিয়ে থাকে। এখানে বলে রাখি এটিই পিএনবি-র সর্বোচ্চ সুদ (Interest) প্রদানকারী এফডি (FD)।
হিসাব অনুযায়ী কেউ যদি এই এফডিতে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন তবে ম্যাচিউরিটিতে তিনি ৩.২৪ লক্ষ টাকা পাবেন। এই এফডিতে ব্যাঙ্কের তরফ থেকে দেশের প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০ শতাংশ হরে সুদ দেওয়া হয়। যার ফলে এই এফডিতে দেশের প্রবীণ নাগরিকরা মোট ৭.৭৫ শতাংশ হারে সুদ পান।
এই ব্যাঙ্কে গ্রাহকরা ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে, সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হরে যেহেতু পার্থক্য থাকে তাই ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৩ লাখ টাকা বিনিয়োগ করলে রিটার্নের পরিমাণেও অনেক হেরফের থাকে। আগেই বলেছি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
যদিও দেশের প্রবীণ নাগরিকরা এই এফডিতে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ। এছাড়া সুপার সিনিয়র সিটিজেনরা ৮.০৫ শতাংশ হারে সুদ পান। হিসাব বলছে যদি একজন সাধারণ গ্রাহক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে তিনি ৩,২৪,৫৭৭ টাকা রিটার্ন পাবেন।
আরও পড়ুন: আর উনুনের ধোঁয়া নয়! মহিলাদের জন্য দারুন উপহার কেন্দ্রের, কিভাবে মিলবে সুবিধা?
অর্থাৎ সুদ হিসেবে মোট প্রায় ২৫ হাজার টাকার টাকা পাওয়া যাবে। তবে দেশের প্রবীণ নাগরিকদের সুদের হার যেহেতু ৫০ বেসিস পয়েন্ট বেশি, তাই কোনও প্রবীণ নাগরিক যদি ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৭৫ শতাংশ সুদের হারে তিনি ৩,২৬,৩২৮ টাকা রিটার্ন পাবেন। তাই এক্ষেত্রে মোট সুদের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২৭ হাজার টাকা।
তবে সুপার সিনিয়র সিটিজেনদের সুদের হার যেহেতু আরও বেশি তাই ৪০০ দিনের মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটে ৩ লাখ টাকা জমা রাখলে ৮.০৫ শতাংশ সুদের হারে তিনি পাবেন মোট ৩,২৭,৩৮১ টাকা। এক্ষেত্রে সুদ হিসেবে মিলছে প্রায় ২৮ হাজার টাকা।