Fixed Deposite

Fixed Deposit: FD-তে এত টাকা বাড়লো সুদের হার! এই সরকারি ব্যাংকের ঘোষণায় ‘সোনায় সোহাগা’ প্রবীণ নাগরিকরা

নিউজ শর্ট ডেস্ক: সদ্য অর্থাৎ চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি একটি সীমিত সময়ের প্রচার-প্রচারণা ঘোষণা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) হাউসিং ফাইন্যান্স (Housing Finance) সংস্থা। সেখানে দেশের প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার (Interest Rate) ৮.৩০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নতুন নিয়মে দেশের  প্রবীণ নাগরিকরা আগামী তেইশ মাসের জন্য বার্ষিক ৮.৩০ শতাংশ হারে সুদ পাবেন। ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে দেশের তরুণ নাগরিকদেরও। জানা যাচ্ছে প্রবীণ নাগরিকদের পাশাপাশি এবার ৬০ বছরের কম বয়সীদের সুদের বার্ষিক হার করা হয়েছে ৮ শতাংশ।

এ প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল হাউসিং ফাইন্যান্সের এমডি এবং সিইও গিরিস কৌশাগী বলছেন, ‘ফিক্স ডিপোজিট শুধুমাত্র সেই গ্রাহকদের জন্যই নিরাপদ বিনিয়োগের উপকরণ নয় যারা তাদের বিনিয়োগের যাত্রা শুরু করতে চান। এটা শুধুমাত্র তাদের জন্যই উপযোগী যারা সুস্থ বিনিয়োগের অভ্যাসকে উৎসাহিত করতে চাইছেন। আমাদের তরফ থেকে সীমিত সময়ের জন্য ফিক্স ডিপোজিটে আকর্ষণীয় সুদের হার অফার করা হচ্ছে।  যারা এই নতুন সুদের হার অনুযায়ী ফিক্স ডিপোজিট করতে চাইছেন তাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,Punjab National Bank,পিএনবি,PNB,প্রবীণ নাগরিক,Senior Citizenফিক্সড ডিপোজিট,Fixed Deposit,সুদের হার,Interest Rate,এফডি,FD,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আরও পড়ুন: এবার বাজার কাঁপাতে আসছে সস্তার এই নতুন মোবাইল! টেক্কা দেবে Vivo, Oppo-কে

হাউসিং ফাইনান্স প্রকাশিত তথ্য অনুযায়ী এই বর্ধিত সুদের হার কেবলমাত্র ৩১ মার্চ ২০২৪ এর আগে করা নতুন এবং পুনর্নবীকরণযোগ্য ফিক্সড ডিপোজিটের উপরেই  প্রযোজ্য হবে।  এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিনিয়োগকারীদের ন্যূনতম ১০ হাজার টাকার বিনিয়োগ করতে হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,Punjab National Bank,পিএনবি,PNB,প্রবীণ নাগরিক,Senior Citizenফিক্সড ডিপোজিট,Fixed Deposit,সুদের হার,Interest Rate,এফডি,FD,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যেহেতু প্রবীণ নাগরিকদের কাছেই ফিক্স ডিপোজিট বেশি জনপ্রিয় তাই তাদের জন্যই এই সুদের হার বেশি বৃদ্ধি করা হয়েছে। স্থায়ী আমানত বিবেচনা করে প্রবীণ নাগরিকদের যত তাড়াতাড়ি  সম্ভব  এই ব্যাংকে বিনিয়োগ করা উচিত। কারণ দীর্ঘমেয়াদি বিনিয়োগে সঞ্চয় সহ ভালো রিটার্ন পাওয়া যায়। তাই ফিক্সড  ডিপোজিট থেকেই প্রবীণ নাগরিকদের মোটা টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।

Avatar

anita

X