Scholarship

Scholarship: ছাত্রছাত্রীদের এত এত টাকা দিচ্ছে PNB, এইভাবে করতে হবে আবেদন!

নিউজশর্ট ডেস্কঃ পড়ুয়াদের জন্য দুর্দান্ত খবর। ভালো করে পড়াশোনা করলে আর ৬০ শতাংশ নম্বর পেলেই বাজিমাত। এর কারণ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার দায়িত্ব তুলে নিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক(Punjab National Bank)। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে মেধাবী পড়ুয়াদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার খরচ বহন করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তবে এক্ষেত্রে কোন লোনের ব্যবস্থা নয়, স্কলারশিপ(Scholarship) পেয়ে যাবেন।

আর এই স্কলারশিপের পরিমাণ হল ৪০ হাজার টাকা। কিছু নিয়ম মেনে আবেদন করতে পারলেই স্কলারশিপের টাকা পাওয়া যাবে। আজকের এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো।

কে কত টাকা স্কলারশিপ পাবে?

  • নবম শ্রেণী – বার্ষিক ৫০০০ টাকা
  • দশম শ্রেণী – বার্ষিক ৫০০০ টাকা
  • একাদশ শ্রেণী – বার্ষিক ৬২৫০ টাকা
  • দ্বাদশ শ্রেণী – বার্ষিক ৬২৫০ টাকা
  • BE/BTech – বার্ষিক ৪০০০০ টাকা
  • আন্ডার গ্র্যাজুয়েট – বার্ষিক ৩০০০০ টাকা
  • স্নাতকোত্তর – বার্ষিক ৪০০০০ টাকা
  • ME/MTech – বার্ষিক ৪০০০০ টাকা
  • ITI (23-24) – বার্ষিক ১৫০০০০টাকা
  • ডিপ্লোমা – বার্ষিক ২৫০০০ টাকা

যোগ্যতা:
১) এক্ষেত্রে অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে।
৩) আর দশম শ্রেণীতে ছাত্রদের ক্ষেত্রে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
৪) একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ক্ষেত্রে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে।
৫) এরপর BE/BTech ছাত্রদের জন্য দশম ও দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০ শতাংশ নম্বর ও একটি ডিপ্লোমা থাকতে হবে।
৬) এর পাশাপাশি এক্ষেত্রেও আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
৭) ITI পড়ুয়াদের ক্ষেত্রেও ডিপ্লোমার ক্ষেত্রে দশম শ্রেণীতে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
৮) ME/MTech ছাত্রদের জন্য দশম, দ্বাদশ, স্নাতক, ডিপ্লোমাতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।  আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

৯) স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রদের জন্য দশম, দ্বাদশ, স্নাতক এবং ডিপ্লোমাতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।  আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

আরও পড়ুন: Lakshmir Bhander: লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করলে এই ডকুমেন্টগুলো ‘মাস্ট’! একবার পুরোটা জেনে নিন

কি কি ডকুমেন্ট লাগবে?

১) আবেদনকারীর ছবি

২) পরিচয় প্রমাণ

৩)  ঠিকানার প্রমাণ

৪) আয়ের প্রমাণপত্র

৫) স্টুডেন্ট ব্যাংক পাসবুক

৬)  গত শিক্ষাবর্ষের মার্কশিট

৭) চলতি বছরের ফি রসিদ

৮)) পড়াশোনায় ভর্তির চিঠি

৯) সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট

কিভাবে আবেদন করবেন?

১) প্রথমে PNB হাউজিং ফাইন্যান্স ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর আপনার স্ক্রিনে হোম পেজ খোলার পর স্কলারশিপের তালিকা খুলে যাবে।

৩) এরপরে আবেদন অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর স্ক্রিনে লগইন স্ক্রিন খুললে সেখানে আপনাকে ‘রেজিস্টার নাউ’ বাটনে ক্লিক করতে হবে।

৫) তারপর আপনার কাছে যা যা তথ্য চাইবে সব লিখে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিজেকে নিবন্ধন করতে হবে।

৬) এরপরে আপনাকে আপনার নিবন্ধন বিবরণ ব্যবহার করে লগ ইন করতে হবে এবং তারপরে সমস্ত নির্ভুল তথ্য বৃত্তির জন্য আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

৭) এরপরে ফর্মটি পূরণ হলে ‘Submit’-এ ক্লিক করে জমা দিয়ে দেবেন।

Papiya Paul

X