Travel

Travel: মাত্র ২৫ টাকায় থাকতে পারবেন মনোরম এই রিসোর্টে! পুরুলিয়ার এই জায়গাতে না গেলে পস্তাবেন

নিউজ শর্ট ডেস্ক: এমনিতেই সারা বছরই বাঙালির পায়ের তলায় থাকে সর্ষে। ভ্রমণ পিপাসু বাঙালি ছুটি পেলেই ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে । আর এখনকার দিনে ভ্রমণ পিপাসুদের মধ্যে পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে পুরুলিয়া (Purulia)। লাল মাটির এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলাতে থাকে প্রকৃতির রঙ-রূপ।

তাই সারা বছরই পুরুলিয়া ঘিরে আকর্ষণ থাকে পর্যটকদের। পুরুলিয়া জেলায় একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। আর এই পর্যটনকেন্দ্র গুলি ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের বাহারি হোটেল, রিসর্ট,হোমস্টে নেচার ক্যাম্পের (Nature Camp) মতো থাকা খাওয়ার জায়গা। এবার এই তালিকায় নতুন সংযোজন পুরুলিয়ার জয়পুরের দেশি ক্যাম্প।

বছর দুয়েক আগের কথা। সেসময় জয়পুরের রাজ পরিবারের এক সদস্য তাঁদের নিজেদের জমিতে এই ক্যাম্পটি তৈরি করেছিল। এই দেশি ক্যম্পটি পুরুলিয়ার জয়পুর বাজার লাগোয়া একটি জায়গায় অবস্থিত। লাল মাটির দেশের এই নেচার ক্যাম্প ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে প্রকৃতি প্রেমী পর্যটকদের মনে।

ভ্রমণ,Travel,পুরুলিয়া,Purulia,নেচার ক্যাম্প,Nature Camp,২৫ টাকা,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পুরুলিয়ার এই নেচার ক্যাম্পের মূল আকর্ষণ হল এখানকার রাত্রিযাপন করার খরচ। জানলে অবাক হবেন এখনকার দিনে এখানে মাত্র ২৫ টাকার বিনিময়েই রাতে থাকার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই অসম্ভবকেই সম্ভব করেছেন রাজ পরিবারের সদস্য দিব্যজ্যোতি সিংদেও।

 আরও পড়ুন: সস্তার টিকিট কেটেই সফর করুন AC ফার্স্ট ক্লাস-এ! আটকাতে পারবেন না TTE-ও 

তবে এখানে বলে রাখি কিন্তু এই বিশেষ সুবিধা কিন্তু সবার জন্য নয়। এ বিষয়ে রাজ পরিবারের সদস্য দিব্যজ্যোতি জানিয়েছেন, যারা কর্মসূত্রে পুরুলিয়াতে আসেন কিন্তু নানা কারণে তারা ফিরতে পারেন না।  রাত্রিবাস করার জন্য তাদের যাতে বেশি টাকা খরচ না হয় সেই জন্যই ক্যাম্পে মাত্র ২৫ টাকার বিনিময়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

ভ্রমণ,Travel,পুরুলিয়া,Purulia,নেচার ক্যাম্প,Nature Camp,২৫ টাকা,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। কিন্তু পর্যটকদের নির্দিষ্ট মূল্য দিয়েই ক্যাম্পে থাকতে হবে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর এই ধরনের অনেক  নেচার ক্যাম্প রয়েছে। তবে সমতলে এই ধরণের নেচার ক্যাম্প নেই বললেই চলে। এখানে খাবারের তালিকাতেও অনেক ধরণের পদ রয়েছে।

Avatar

anita

X