টলিউড,বিনোদন,গসিপ,ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২,আল্লু অর্জুন,পুষ্পা,পুরস্কার,Tollywood,Entertainment,Gossip,Filmfare Award 2022,Allu Arjun,Pushpa,Award

ফিল্মফেয়ারে ‘পুষ্পা’ঝড়, ৭ টি অ্যাওয়ার্ড নিয়ে নতুন রেকর্ড গড়ল আল্লু অর্জুনের ছবি, ধন্যবাদ জানালেন অভিনেতা

এই বছরের হিট ছবির তালিকায় যে নামটা থাকা আবশ্যক তা হলো ‘পুষ্পা দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি এক ধাক্কায় ভেঙ্গেছিলো সমস্ত রেকর্ড। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও চলেছিলো ‘পুষ্পা’র রাজ। করোনা পরবর্তী পরিস্থিতিতে গোটা বিশ্বে যে পরিমাণ ব্যবসা করেছে ‘পুষ্পা’, তা রেকর্ড অঙ্কের তো বটেই।

তবে পুষ্পার রাজ যে কেবলই বক্স অফিসেই তা প্রমাণ করে দিলো দক্ষিণের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২। ছবিটি বক্স অফিসের পর এবার ঝড় তুলেছে এই মঞ্চেও। সেরা অভিনেতা, পরিচালক থেকে শুরু করে সর্বোচ্চ ৭টি খেতাব জিতে নিল পুষ্পা। অর্থাৎ ফিল্মফেয়ারের মঞ্চেও এখন পুষ্পা-ঝড়।

এবারের আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। এই আসরে ২০২০ ও ২০২১ সালের জন্য পুরস্কার প্রদান করা হয়। আল্লু অর্জুনের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার চলে গেছে ন্যাচরাল বিউটি সাই পল্লবীর হাতে। তেলেগু ছবি ‘লাভ স্টোরি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাই পল্লবী।

টলিউড,বিনোদন,গসিপ,ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২,আল্লু অর্জুন,পুষ্পা,পুরস্কার,Tollywood,Entertainment,Gossip,Filmfare Award 2022,Allu Arjun,Pushpa,Award

অনুষ্ঠানের পরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন খোদ আল্লু অর্জুন। লেখেন, ‘ফিল্মফেয়ারে পুষ্পা ঝড়। সেরা অভিনেতা (Best Actor), সেরা পরিচালক (Best Director), সেরা সঙ্গীত পরিচালক (Best Music Director), সেরা সিনেমাটোগ্রাফি (Best Cinematography), সেরা মহিলা সঙ্গীতশিল্পী (Best Female Singer) ও সেরা ফিল্ম (Best Film)। সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।’

প্রসঙ্গত এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুর, কৃত্তি শেট্টি, সানিয়া আয়াপ্পান এবং ঐন্দ্রিতা রায়-র মতো তাবড় তাবড় তারকারা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, দিগনাথ এবং রমেশ অরবিন্দ।

Avatar

Moumita

X