Tollywood,Entertainment,Rocketry The Nambi Effect,Box office Collection,IMDb rating,R Madhavan,টলিউড,বিনোদন,রকেট্রি দ্য নাম্বি এফেক্ট,বক্স অফিস কালেকশন,আইএমডিবি রেটিং

Moumita

দর্শকদের বিচারে সফল ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’, IMDB রেটিংয়ে ৯.৩ পেয়ে তালিকার শীর্ষে আর মাধবনের ছবি

আর মাধবন পরিচালিত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ ধীরে ধীরে বক্স অফিসে নিজের জলবা দেখাতে শুরু করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শুরুটা নজরকাড়া না হলেও দিনদিন বাড়ছে ছবির বক্স অফিস কালেকশন। ১ লা জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটির IMDb রেটিং এই মুহূর্তে ৯.৩, যা রীতিমত গৌরবময় আর মাধবনের কাছে।

   

এইমুহুর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল আর মাধবনের জয় জয়কার। এরকমই এক ইউজারের একটি পোস্টের স্ক্রীন শট শেয়ার করেছেন অভিনেতা তথা ডিরেক্টর। ক্যাপশনে লিখেছেন “Wowwwweeee”। সাম্প্রতিক কালের একটি প্রতিবেদন অনুসারে, এই ছবিটির IMDb রেটিং ছিলো ৯.৩। Tollywood,Entertainment,Rocketry The Nambi Effect,Box office Collection,IMDb rating,R Madhavan,টলিউড,বিনোদন,রকেট্রি দ্য নাম্বি এফেক্ট,বক্স অফিস কালেকশন,আইএমডিবি রেটিং

প্রসঙ্গত, আর মাধবন পরিচালিত তথা অভিনীত এই ছবিটির প্রথম দিনের আয় ছিলো ৬৫ লাখ। আয় বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে শনিবার প্রথম দিনের চেয়ে দ্বিগুণ আয় করেছে ছবিটি। শনিবার এর মোট কালেকশন ছিলো ১.৩ কোটি টাকা। কাশ্মীর ফাইলসের মতোই এই ছবির ক্ষেত্রেও ধারনা করা হয়েছিল যে সময়ের সাথে সাথেই এই ছবির কালেকশন ধীরে ধীরে বাড়বে বহুলাংশে। কাশ্মীর ফাইলসও খুব কম কালেকশন দিয়ে শুরু করলেও পেরিয়ে যায় ৩০০ কোটির কালেকশন!অতিমারির পর কাশ্মীর ফাইলসই বলিউডের সবচেয়ে বেশী আয় করা সিনেমা।

এছাড়া একই সাথে তামিল, হিন্দি এবং ইংরেজিতে মুক্তি পেয়েছে রকেট্রি। চলচ্চিত্রে মাধবন বিখ্যাত রকেট বিজ্ঞানী নাম্বি নারায়নের চরিত্রে অভিনয় করেছেন। অনেকেই হয়তো জানেন না কিন্তু তিনি তার কর্মজীবনে গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। তার বাস্তব জীবনের লড়াই এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া সেই চলচ্চিত্রে শাহরুখ খান এবং সুরিয়ারকে একটি ক্যামিও রোলে দেখা যাবে।