টলিপাড়ায় (Tollywood) অত্যন্ত জনপ্রিয় মুখ পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee)। ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকার দায়িত্ব সামলানোর পর থেকেই হু হু করে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। ইন্ডাস্ট্রিতে প্রায় কয়েক বছর কাটিয়ে ফেলেছেন তিনি। বরাবরই সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় পরমা। মাঝেমধ্যেই তিনি ফাটান বোমা। এবারও ঘটল এমনই এক ঘটনা।
ফেসবুকের পাতায় মাঝে মধ্যেই নানান ধরনের মতামত শেয়ার করেন পরমা। ভক্ত সংখ্যাও নেহাত কম নয় তাঁর। অভিনেত্রীর যে কোন পোস্টেই বয়ে যায় কমেন্টের বন্যা। এবার রবীন্দ্রসঙ্গীত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তবে পরমা কাকে নিশানা করেছেন সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।
রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘ও যে মানে না মানা’ নিয়ে মুখ খুলেছেন তিনি। নিজের মতামত শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বর্তমান সময়ে অতিরিক্ত ন্যাকামো করে গাওয়া হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গান। ও যে মানে না মানা এই গানটায় ‘না না না’ বলাটা একটু বেশি হাস্যকর হয়ে যাচ্ছে। এখন আর এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এই গানটা একমাত্র কণিকা বন্দ্যোপাধ্যায় এবং রেজওয়ানা বন্যা দির কন্ঠেই মানাত’।
‘রোজগেরে গিন্নি’ র সঞ্চালিকার মতে, ‘বর্তমানে যে সমস্ত এলি তেলি সঙ্গীতশিল্পীরা আছেন তারা দাঁত চেপে ন্যাকামো করে গান গাওয়ার চেষ্টা করছেন। যা একেবারেই ভালো লাগছে না’। পরমার এই পোস্টে কমেন্ট বক্সে ভিড় জমিয়েছেন বহু নেটনাগরিক। একজন লিখেছেন, ‘তোমার এই মতামত গুলি সেরা’। অন্য আরেকজন লেখেন, ‘কণিকা বন্দ্যোপাধ্যায় এবং রেজওয়ানা বন্যা দির পাশাপাশি এই তালিকায় থাকা উচিত গীতা ঘটকের নাম’।
যদিও এই প্রথম নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় বহুবার বোমা ফাটিয়েছেন পরমা। উগড় দিয়েছেন ক্ষোভ। মাত্র কয়েকদিন আগেই টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে খানিক খোঁচা দিয়ে একটি পোস্ট করেছিলেন পরমা। আর এবার তিনি তুলে ধরলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও যে মানে না মানা’ গান নিয়ে বেশ কিছু কথা।