নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশন(Bengali Industry) জগতে শুধুমাত্র সিরিয়াল নয়, রিয়েলিটি শো(Reality Show) বেশ পছন্দ করেন দর্শকেরা। দীর্ঘদিন ধরে এই শো গুলো মানুষকে বিনোদন দিয়ে আসছে। যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের রিয়ালিটি শো-রজনপ্রিয়তা ততই বাড়ছে। যদিও মাঝে মধ্যে এই রিয়েলিটি শো নিয়ে নানা রকমের সমালোচনা চলে।
সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রিতে যে কয়েকটি রিয়েলিটি শো চলে সেগুলো হল-সুপার সিঙ্গার, সারেগামাপা, দিদি নাম্বার ওয়ান, ডান্স বাংলা ডান্স, দাদাগিরি, ধন্যি মেয়ের উপখ্যান সহ আরো অন্যগুলো। এগুলি বহুদিন ধরে মানুষের মনে আনন্দ জুগিয়ে আসছে। এই শো গুলিতে টলিউডের বিভিন্ন সেলিব্রেটিদেরকে দেখা যায়। কেউ সঞ্চালকের ভূমিকা কেউ আবার বিচারকের ভূমিকাতে আছেন।
‘ডান্স বাংলা ডান্স’এ যেমন শুভশ্রী গাঙ্গুলী, মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), মৌনি রায়, শ্রাবন্তী চ্যাটার্জী বিচারকের ভূমিকা পালন করছেন। ঠিক তেমনি ‘দিদি নাম্বার ওয়ান’এ বছরের পর বছর ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা ব্যানার্জি(Rachna Banerjee)। সঞ্চালকের ভূমিকাতে টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা রয়েছেন যাকে দর্শকেরা ভীষণ পছন্দ করেন। এই মুহুর্তে তিনি শুধু টলিউড নয়, গোটা বলিউড, তামিল সমস্ত জায়গাতেই চুটিয়ে কাজ করে চলেছেন।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে কথা হচ্ছে যিশু সেনগুপ্তকে(Jisshu Sengupta) নিয়ে। তিনি একদিকে যেমন বিখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক তেমনি দুর্দান্ত সঞ্চালক। তবে আপনারা জানলে অবাক হবেন এই সঞ্চালক হিসেবে তিনি কিন্তু বেশ মোটা টাকা পারিশ্রমিক নেন।
সম্প্রতি তার সিনেমার পারিশ্রমিক সম্পর্কে প্রশ্ন করা হলে অভিনেতা জানিয়েছেন, ‘ওরা ওদের মতো টাকা দিক আমি এখানেও কাজ করব’। তিনি এটাও জানিয়েছেন যে সঞ্চালনার জন্য তিনি অনেক বেশি পারিশ্রমিক নেন। অর্থাৎ এই কথা শুনে বোঝাই যাচ্ছে অভিনেতার থেকেও সঞ্চালক হিসেবে তার ডিমান্ড অনেকটাই বেশি।