Rachna Banerjee

anita

Rachna Banerjee: ‘শ্যুটিং ক্ষতিগ্রস্ত হবে’! Didi No 1 থেকে সরে দাঁড়াচ্ছেন রচনা! নতুন সঞ্চালিকা কে?

নিউজ শর্ট ডেস্ক: ভোটের উত্তাপে এখন সরগরম বঙ্গ রাজনীতি (Politics)। এরই মাঝে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দিয়ে বড় চমক দিয়েছেন বাংলার দর্শকদের অতি প্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। জল্পনাকে সত্যি করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই হুগলি জেলা থেকে ভোটে দাঁড়াচ্ছেন রচনা।

   

এই একই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে রচনার প্রতিপক্ষ আরও এক জনপ্রিয় টলিউড অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই রাজনীতির ময়দানে বেশ পাকাপোক্ত জায়গা তৈরি করে ফেলেছেন লকেট। তাই তাঁকে টেক্কা দেওয়ার জন্য এই মুহূর্তে একেবারে কোমর কোষেই প্রচারের ময়দানে নামতে চলেছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সকলেই জানেন রচনা  অনেক আগেই অভিনয় জগতকে বিদায় জানালেও এখন তিনি পুরোপুরি ব্যস্ত থাকেন তাঁর জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান-এর শুটিং নিয়েই। কিন্তু আগামী দিনে ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। তাহলে কি রাজনীতিতে নেমে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা ছেড়ে দেবেন রচনা? তাঁর পরিবর্তে কি, অন্য কোনো সঞ্চালিকাকে দেখা যাবে?

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,রাজনীতি,Politics,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এই মুহূর্ত এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। আসলে বিগত এক দশকেরও বেশি সময় ধরে দিদি নাম্বার ওয়ান-এর মুখ হয়ে উঠেছেন রচনা। তাই আচমকা তাঁর সঞ্চালনা ছাড়ার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। তবে অনুরাগীদের সত্যিটা জানাতেই সম্প্রতি টিভি নাইন বাংলার সাথে এক সাক্ষাৎকারে মুখ খুলে ছিলেন দর্শকদের প্রিয় দিদি রচনা।

আরও পড়ুন: চাকরি ছেড়ে অভিনয়! ‘ফিরকি’তে মিতা মাসি হয়ে জনপ্রিয়তা পেয়েও এখন কি করছেন অভিনেত্রী?

সেখানে তিনি জানিয়েছেন ‘দিদি নম্বর ওয়ানের শ্যুটিং ক্ষতিগ্রস্ত হবে। আমি তো এখন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকব। তবুও মাঝে মাঝে, প্রচারের ফাঁকে, রাজনীতির ফাঁকে এসে শ্যুটিং করে যাব। রাত্রিবেলায় শ্যুটিং করব।’

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,রাজনীতি,Politics,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

প্রসঙ্গত এতদিন পর রচনা রাজনীতিতে আসায় খুব স্বাভাবিক ভাবেই তাঁর কাছে এর কারণ জানতে চাইছেন অনেকেই। এপ্রসঙ্গে এদিন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন ‘এতদিন ধরে শুনেছি। কিন্তু কোনও কাজ করতে পারছিলাম। আর তার জন্য একটা ক্ষমতা, প্ল্যাটফর্ম দরকার। আর সেটার জন্য রাজনীতি থেকে ভালো আর কী বা হবে।’