Rachna Banerjee

anita

Rachna Banerjee: ছেলের অমতেই কেন ভোটে দাঁড়ালেন রচনা! চমকে দেবে উত্তর

নিউজ শর্ট ডেস্ক: সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে অবশেষে রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) তথা টলিউড অভিনেত্রী (Tollywood Actress) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে হুগলি থেকে ভোটে দাঁড়াতে চলেছেন তিনি।

   

অভিনেত্রী যে রাজনীতিতে আসতে চলেছেন এ নিয়ে বিগত কয়েক মাস ধরেই ব্যাপক জলঘোলা চলছিল।  তবে কিছুদিন আগেই রচনা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যাওয়া এবং তারপরেই দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ করার পর থেকে জল্পনা আরও  বেশি করে মাথাচাড়া  দিতে থাকে।

তবে এখন আর কোন জল্পনা নেই। দীর্ঘদিনের অভিনয় জীবনে রচনা চূড়ান্ত সফল। বাংলার পাশাপাশি তিনি অভিনয় করেছিলেন একাধিক ভাষার সিনেমাতেও। অভিনেত্রী হিসেবে সাফল্য লাভের পর ছোট পর্দায় সঞ্চালিকা হিসেবেও বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন তিনি।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,রাজনীতি,Politics,ছেলে,Son,প্রণীল বসু,Pranil Basu,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চ থেকে সাফল্য লাভের পর তিনি শুরু করেছিলেন নিজের ব্যবসা। আর এবার রচনা পা রাখলেন জীবনের আরও এক নতুন অধ্যায়ে। তবে  প্রথমবার রচনা রাজনীতির ময়দানে পা রাখায় কি প্রতিক্রিয়া তার ছেলে প্রাণীলের?

আরও পড়ুন: আর শৌর্য নয়! রাইয়ের মনের মানুষ হয়ে ‘মিঠিঝোড়া’য় এল এই হ্যান্ডসাম হিরো

এ-প্রসঙ্গে সম্প্রতি অন্য সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘আসলে গত ১ মাস আলোচনা চলছিল। একবার হ্যাঁ বলেছি, একবার না বলেছি। কনফিউসড ছিলাম, কারণ আমার ছেলে টুয়েলভে পড়ছে। ওকে সময় দিতে পারব কিনা সেটা ভয় ছিল, তবে দিদির কথায় জাদু আছে।’

এরপরেই ছেলের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘আমার সিদ্ধান্তে ছেলে একেবারেই খুশি নয়। প্রণীল বলছে, ‘মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে?’ আমি তাকে বলি, ‘এবার থেকে হুগলিতে থাকতে হবে, তবে তোমার পাশে আমায় সবসময় পাবে।’

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,রাজনীতি,Politics,ছেলে,Son,প্রণীল বসু,Pranil Basu,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আসলে অভিনেত্রী জানিয়েছেন, ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই  বাইরে পড়তে চলে যাবে। তখন ছেলের নিজস্ব একটা দুনিয়া তৈরি হবে তাই পরে সেই  সুযোগ আর পাবেন না বলেই, শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে রাজী হয়ে গিয়েছেন অভিনেত্রী।