নিউজ শর্ট ডেস্ক: বাংলা সাহিত্য নির্ভর ঘটনা অবলম্বনে আগেও তৈরি হয়েছে বাংলা সিনেমা (Bengali Cinema)। তবে এখনকার এই ওয়েব সিরিজের জামানায় বাংলা সিনেমার গল্পেও এসেছে বিরাট পরিবর্তন। তাই দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে সিনেমার পরিচালক এবং নির্মাতারাও বদলে ফেলেছেন সিনেমার বিষয়বস্তু।
তবে এখন অধিকাংশ দর্শকই কমার্শিয়াল সিনেমা দেখার জন্যই ভিড় করছেন সিনেমা হলে। আর এবার পুরনো সাহিত্য নির্ভর কাহিনীই আসতে চলেছে বড় পর্দায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sharatchandra Chatterjee) কালজয়ী সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’ (Abhagir Swarga) অবলম্বনে পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে একটি সাহিত্যধর্মী সিনেমা।
সিনেমার নাম ‘ও অভাগী’। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন রাফিয়াদ রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সিনেমায় মিথিলাকে ‘অভাগী’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমায় একটা সময় তার অভিনীত চরিত্রের বয়স হবে ১৬ আর পরবর্তীতে তার অভিনীত চরিত্রের বয়স হবে ৩০।
দুই বয়সেই মিথিলাকে একেবারে অন্যরকম লাগছে। তাকে যে দারুন মানিয়েছে সে কথা জানিয়েছেন খোদ পরিচালক অনির্বাণ চক্রবর্তীও । জানা গেছে আগামী ২৯ শে মার্চ প্রেক্ষা গৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তবে দর্শকমহলে এই সিনেমা কতটা গ্রহণযোগ্য হয়ে উঠবে সেটাই দেখার।
এই সিনেমায় অভাগীর স্বামী অর্থাৎ রসিকের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা সায়ন ঘোষ। আর জমিদারের ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তকে এছাড়া জমিদারের গিন্নির চরিত্রে অভিনয় করবেন দেবযানী চট্টোপাধ্যায়। আর অভাগীর ছেলে কাঙালীর ভূমিকায় অভিনয় করবেন সৌরভ হালদার।
আরও পড়ুন: সোনার সংসারের মঞ্চে জুটেছে চরম অপমান! মন খারাপ নিয়েই বিদায় জানালেন ‘মিলি’
জানা যাচ্ছে স্বভূমি এন্টারটেইনমেন্ট -র উপস্থাপনার ডাঃ প্রবীর ভৌমিকের প্রযোজিত এই সিনেমার ট্রেলর প্রকাশ্যে এসেছে আজই। এই সিনেমার সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মন্ডল। এই সিনেমায় গান গাইবেন রূপঙ্কর বাগচী, লগ্নজিতা চক্রবর্তী সহ বাংলাদেশের অনিমেষ রায়।
তবে পরিচালক জানিয়েছেন তাঁর এই সিনেমায় শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ পুরোপুরি তুলে ধরা হয়নি। অভাগীর স্বর্গ কাহিনী অবলম্বনে সিনেমাটি তৈরি হলেও এই কাহিনির সাথে তিনি মিলিয়ে দিয়েছেন সত্তর এবং আশির দশকের ঘটনা।