Arijit

ইংল্যান্ড টেস্টে রোহিতের খেলা নিয়ে বড় আপডেট দিলেন হেডকোচ রাহুল দ্রাবিড়

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া একটি টেস্ট ম্যাচই এইদিন হতে চলেছে। করোনা আক্রান্ত হওয়ার এই টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মা কি খেলতে পারবেন?

   

রোহিত শর্মা এই টেস্টে না খেললে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন? কেই বা ওপেন করবেন এই ম্যাচে? রোহিত না খেললে বেশ চাপে পড়ে যাবে ভারতীয় দল। এই মুহূর্তে এই সমস্ত কথা গুলিই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। এরই মাঝে আসার আলো দেখালেন ভারতের হেডকোচ রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে তিনি নিজের ক্ষোভ উগরে দিলেন।

রাহুল দ্রাবিড় বলেছেন, ‘‘রোহিত ছিটকে গিয়েছে এটা এখনই বলা যাবে না। দলের চিকিৎসকরা ওকে পর্যবেক্ষণে রেখেছেন। অবশ্যই ওর রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি। আমাদের হাতে এখনও প্রায় ৩৬ ঘণ্টা সময় রয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে রোহিতের পরীক্ষা হবে। আমরা রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানাবেন, রোহিত খেলতে পারবে কি না।’’