মোদির বারাণসীতে হিন্দুধর্মকে প্রাধান্য দিয়ে রেলের সাইনবোর্ডে ইংরেজি, হিন্দির সঙ্গে যুক্ত হল সংস্কৃতও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচন কেন্দ্র হল বারাণসী। সেই বারাণসীর একটি রেলস্টেশন এর নাম পরিবর্তন করা হল এবং সাইনবোর্ডে ঠাঁই পেল সংস্কৃত ভাষা। নাম পরিবর্তন করার পর সেই রেল স্টেশনের নতুন যে নামফলক লাগানো হয়েছে সেখানে ইংরেজি, হিন্দি, উর্দুর পাশাপাশি ঠাঁই পেয়েছে সংস্কৃত ভাষাও।

বারাণসীর নিকটবর্তী উত্তর-পূর্ব রেলের অন্তর্গত স্টেশন মুন্ডুয়াডিহির নাম পরিবর্তন করে করা হয়েছে ‘বনারস।’ নাম পরিবর্তন করার পর সেখানে নতুন যে সাইনবোর্ড লাগানো হয়েছে সেখানে ইংরেজি, হিন্দির পাশাপাশি সংস্কৃত ভাষাও ঠাঁই পেয়েছে। যা নিয়ে এই মুন্ডুয়াডিহি স্টেশন এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

উত্তর পূর্ব রেলের সিপিআরও পঙ্কজ সিংহ জানিয়েছেন, ” ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক স্টেশনে ইংরেজি, হিন্দিতে নাম লেখা বাধ্যতামূলক। পাশাপাশি সংবিধান স্বীকৃত সেখানকার আঞ্চলিক ভাষা এবং সংস্কৃত ও উর্দুতেও স্টেশনের নাম লেখা যায়। বারাণসী দেশের প্রাচীন সংস্কৃতির পীঠস্থান। তাই রেল এখানকার সাইনবোর্ডে সংস্কৃত ভাষায় নাম লিখেছে।”

Avatar

Koushik Dutta

X