Indian Railway Employees will get 78 days of Performance Linked Bonus annoucement by Aswini Vaishnav

২০২৯ কোটি টাকার স্পেশাল বোনাস ঘোষণা ভারতীয় রেলের! কারা কত টাকা পাবেন? দেখে নিন হিসেব

দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকার রেলকর্মীদের (Railway Employees) জন্য বোনাসের ঘোষণা করেছে। এবারও রেলওয়ের নন গেজেটেড কর্মীরা ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস (Bonus) পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রাথমিকভাবে ৭৬ দিনের বোনাস পাওয়ার কথা ছিল, তবে রেলকর্মীদের ভালো কাজের বিবেচনায় তা বাড়িয়ে ৭৮ দিনের বেতনের সমান বোনাস দেওয়া হচ্ছে।

স্বাভাবিকভাবেই এই ঘোষণায় খুশি রেলের নন গেজেটেড কর্মীরা। যদিও রেলকর্মীদের বোনাস ঘোষণা হয়েছে, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। বিশেষত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রেলকর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত খবরের জন্য সবাই অপেক্ষায় রয়েছেন।

রেলকর্মীদের বোনাস: কাদের জন্য?

এই বোনাস পাবেন লোকো পাইলট, ট্রেনের ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কর্মী, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরা। তবে আরপিএফ কর্মীরা এই বোনাসের আওতায় পড়ছেন না। এই বোনাস রেলওয়ের নন-গেজেটেড কর্মীদের প্রোডাক্টিভিটি এবং অপারেটিং রেশিওর উপর ভিত্তি করে প্রদান করা হয়ে থাকে বলে জানা যাচ্ছে।

বোনাসের অঙ্ক কত?

সরকারের তথ্যানুযায়ী, একজন রেলকর্মী সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। তাছাড়া হিসেবে মত ৭৬ দিনের সমান টাকা বোনাস হিসাবে দেওয়ার কথা ছিল। তবে এবছর সেটা বাড়িয়ে ৭৮ দিনের বেতনের সমান করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই বছর মোট ১১,৭২,২৪০ রেলকর্মীকে এই প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস দেওয়া হচ্ছে, যার জন্য কেন্দ্রীয় সরকার মোট ২,০২৯ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে।

ভারতীয় রেলে নিয়োগের অগ্রগতি

ইতিমধ্যেই ভারতীয় রেলে শূন্যপদ পূরণের জন্য জোরকদমে কাজ চলছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় রেলে ১,১৯,৯৫২ জন নতুন নিয়োগ পেয়েছেন। তবে এখনও প্রায় ৫৮,৬৪২ টি শূন্যপদ রয়ে গিয়েছে যা পূরণের প্রক্রিয়া চলছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারতীয় রেলে কর্মচারীর সংখ্যা ১৩,১৪,৯৯২। তবে শূন্যপদগুলি পূরণ হলে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X