Railway Officials warns passengers without ticket strict mesures to be taken in howrah division

হাওড়া স্টেশনে ভুলেও করবেন না এই কাজ! যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল পূর্ব রেল

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে সফর করেন। আর অনেকেই হয়তো জানেন হাওড়া স্টেশন (Howrah Station) হল ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ত স্টেশনের মধ্যে অন্যতম একটি। কর্মসূত্রে হোক বা ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন লক্ষাধিক মানুষ হাওড়া স্টেশনের মাধ্যমে যাত্রা করেন। কিন্তু মুশকিল হল বেশ কিছু লোক এমন আছেন যারা রেলের আইন মেনে চলেন না। তাদের জন্য সতর্কতা বার্তা জারি করল রেল কর্তৃপক্ষ।

হাওড়াতে আরও বাড়ছে কড়াকড়ি

তবে এখনও অনেকেই টিকিট ছাড়া যাত্রা করে চলেছেন। সময়ের সাথে সাথে যেমন প্রযুক্তি উন্নত হয়েছে তেমনি যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে টিকিট কাটারও একাধিক মাধ্যম চালু করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। শুধুমাত্র টিকিট কাউন্টার থেকে নয়, স্টেশনে থাকা টিকিট ভেন্ডিং মেশিন থেকে শুরু করে অনলাইনে UTS অ্যাপের মাধ্যমেও টিকিট কেটে নেওয়া যায়।। তবুও কিছু মানুষ বিনা টিকিটে ভ্রমণ করতেই অভ্যস্ত হয়ে পড়েছেন। এবার তাদের জন্যই  আরও কড়াকড়ি বাড়তে চলেছে, হাওড়া স্টেশনে। 

বিনা টিকিটে ভ্রমণ করলে সাবধান!

বেশ কিছুদিন আগেই একবার সোশ্যাল মিডিয়াতে সতর্কতা বার্তা দিয়ে সারপ্রাইজ চেকিংয়ের ঘোষণা করেছিল ভারতীয় রেল।  এই ঘটনার পর রেকর্ড পরিমাণ ফাইন আদায়ে হয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই।পুজোর মুখে আবারো কি শুরু হতে চলেছে স্পেশাল  টিকিট চেকিং অভিযান?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের মতে আগেই জানানো হয়েছে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জন্য স্পেশাল টিকিট চেকিং ড্রাই শুরু করা হয়েছে। যে সমস্ত স্টেশনে কখনো টিটি দেখা যেত না সেখানেও টিকিট চেকিং হবে এমনকি সন্ধ্যেবেলা বা রাস পাওয়ারেও আচমকা রানিং চিঠি উঠতে পারে ট্রেনে।  এর ফলে একদিকে যেমন বিনা টিকিটে যাত্রীদের সংখ্যা কমবে তেমনি রেলের ঘরেও জমা পড়বে মোটা অংকের আইনের টাকা। 

আরও পড়ুনঃ ১২০০০ ছাত্রছাত্রীরা পাবে ৫০,০০০ টাকা! এভাবে আবেদন করুন সীতারাম জিন্দাল স্কলারশিপে

ফাইন থেকেই কত আয় রেলের?

কিছুদিন আগেই শেষ হয়েছে আগস্ট মাস।  জানলে অবাক হবেন শুধুমাত্র আগস্টেই ১.৯ কোটি টাকার ফাইন আদায় করেছেন টিটিরা।  মোট ৭২ হাজার ৭৯০ টি কেস হয়েছে  যেটা গত  গত বছরের আগস্টের তুলনায় ১০.৩২ শতাংশ বেশি। এমাসেও একই ভাবে চলবে টিকিট চেকিং।  তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি বিনা টিকিটে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X