পুজোর উৎসব মানেই আনন্দ, আর এই আনন্দের সঙ্গে যুক্ত থাকে বোনাসের প্রত্যাশা। সরকারি কর্মচারীরা (Government Employees) এই সময়ের অপেক্ষায় থাকেন, যাতে পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন। এবার রেলওয়ে কর্মীদের বোনাস নিয়ে এসেছে বড় খবর।
অক্টোবর মাসের শুরুতেই দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে রেলওয়ে কর্মীদের জন্য ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ দেওয়া হবে। তবে, ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে সপ্তম বেতন কমিশনের অধীনে বোনাস দেওয়ার দাবিতে সরব হয়েছেন রেলওয়ে কর্মচারীদের একাধিক ইউনিয়ন।
বোনাসের পরিমাণ
কেন্দ্র সরকারের ঘোষণায় জানা গেছে, রেলওয়ে কর্মীদের জন্য ৭৮ দিনের মাইনের সমান বোনাস দেওয়া হবে। এই হিসেব অনুযায়ী, একজন রেলওয়ে কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা বোনাস পাবেন। কিন্তু, বর্তমান নূন্যতম মাসিক মাইনের তুলনায় এটি কম। ইন্ডিয়ান রেলওয়ে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন মেন্টানার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অলোকচন্দ্র প্রকাশ জানান, সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর নূন্যতম মাসিক মাইনেটি ১৮,০০০ টাকা হয়েছে। সেক্ষেত্রে, সঠিক ভাব হিসাব করলে বোনাসের পরিমাণ হওয়া উচিত ৪৬,১৫৯ টাকা। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের অধীনে যদি বোনাস দেওয়া হয়, তাহলে রেলের কর্মীরা ২৮,২০৮ টাকা বেশি বোনাস পাবেন।