পার্থ মান্নাঃ নভেম্বর মাসের শুরু থেকেই বাংলার জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু হয়েছে। অবশ্য বৃষ্টি যে একেবারে থেমে গেছে তা কিন্তু নয়। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় এখনও বৃষ্টির পূর্বাভাস মিলছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এরই মাঝে বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ তৈরী হচ্ছে যার জেরে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা। আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকে কলকাতার আকাশ শুষ্কই রয়েছে। বেলা বাড়লে আকাশে অল্প মেঘের সঞ্চার হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫% থেকে ৭৭% পর্যন্ত থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের মতে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও খুব ভারী বৃষ্টি হবে না।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবারও খুব একটা আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় যেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। তেমনি উত্তরেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে।