পার্থ মান্নাঃ অন্য বছর এই এই সময় ফুলহাতা জামা বেরিয়ে ফেলেও এবছর বৃষ্টি নাকি শীত কোন মরশুম সেটাই বুঝে ওঠা দায় হয়ে দাঁড়িয়েছিল। যদিও নভেম্বর মাসের শুরুতে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। তবে বৃষ্টির সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। মূলত বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের জেরেই কিছুটা হলেও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবনের আপডেট।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ ৭ই নভেম্বর কলকাতার আকাশ কমবেশী মেঘমুক্ত থাকবে বলেই জানা যাচ্ছে। রাতে যেমন শিশির পড়ছে তেমনি ভোরের দিকে অল্প কুয়াশা ও মেঘের দেখা পাওয়া যাচ্ছে। তবে হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
৭ ই নভেম্বর দক্ষিণের বঙ্গের বেশিভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে তবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণে যখন দানার দাপট চলছিল তখন উত্তরবঙ্গ শুষ্ক থাকলেও এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ ৭ই নভেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টি হতে পরে বলে মনে করা হচ্ছে। এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে মনে করা হচ্ছে।
কবে শীত আসবে বাংলায়?
প্যাচপ্যাচে গরমের থেকে বিগত কিছুদিন হল মুক্তি মিলেছে। দৈনিক তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি কমেছে। তবে যে শীতের অপেক্ষা বাঙালি করছে তা আসতে এখনও বেশ দেরি রয়েছে। আবহাওয়া সূত্রে আগেই জানানো হয়েছে নভেম্বর মাসে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না। অন্তত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে লেপ চাপা দেওয়া ঠান্ডার জন্য।