পার্থ মান্নাঃ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে আসতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এমাসের শুরু থেকেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছিল। একইসাথে উত্তুরে হওয়ার প্রবেশ করতেই কমছে তাপমাত্রার পারদ। কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠিকই। তবে বাংলায় শীতের শুরু হয়ে গিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের ওয়েদার রিপোর্ট।
আজকের আবহাওয়া
আজ ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে শহর। তবে বেলা বাড়লেই আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনো সম্ভাবনাই থাকছে না। কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪% থেকে ৭৩% এর মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বেলার দিকে কিছু জেলায় হালকা মেঘের দেখা মিলতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে তাই কোথাও ২০ ডিগ্রি তো কোথাও আবার ১৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। তাই এমাসের শেষের দিকেই জাঁকিয়ে ঠান্ডা আশা করা যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভনা থাকছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির হতে পারে। যার জেরে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবারেও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রার পারদ নামবে কয়েক ডিগ্রি। এদিকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।