South Bengal Weather Rain Forecast in several distritcs

আজ থেকেই শুরু দুর্যোগ, বৃষ্টিতে ভাসবে দক্ষিণের ৫ জেলা! বেরোনোর আগে দেখে নিন আজকের আবহাওয়া

পার্থ মান্নাঃ উৎসবের মরশুম এখনো কাটেনি, সামনেই কালীপুজো থেকে আলোর উৎসব দীপাবলি। এরই মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা তৈরী হয়েছে। আজ সোমবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বির্স্তীর পূবাভাস থাকছে। কোথায় কোথায় বৃষ্টি হবে? চলুন দেখে নেওয়া আজকের আবহাওয়ার খবর।

মৌসম ভবন বা IMD এর মতে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যেটা ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে। এর ফলে আগামী ২৩-২৫ অক্টোবর ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। ফলে ভারী বজ্রপাত সহ ভারী বৃষ্টির আশঙ্কা তৈরী হচ্ছে। তবে আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।

আজকের আবহাওয়া

আজ কলকাতার আকাশ মূলত মেঘাছন্ন থাকবে বলেই জানা যাচ্ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩ ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২ ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০% থেকে ৮৬% পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। যার প্রভাবে আজ অর্থাৎ সোমবার থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক জেলায়। কলকাতা থেকে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সমুদ্র উত্তাল থাকার জেরে আজ থেকে আগামী ৫ দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং থেকে কালিম্পঙ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস বা মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবওহাওয়া থাকবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X